বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ব মানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘প্রশিক্ষণ ছাড়াও সেনাবাহিনী দেশের সম্ভাব্য সব ক্ষেত্রে জনগণের পাশে দাঁড়াবে।’
বৃহস্পতিবার ময়মনসিংহে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চার সপ্তাহব্যাপী সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় শেষ হয়েছে।
সেনাবাহিনীর নবম পদাতিক বিভাগ ‘অনুশীলন নবদিগন্ত’ নামে সফলভাবে এ প্রশিক্ষণ পরিচালনা করেছে।