জণগনের কল্যাণ নিশ্চিত করতে একটি পরিপূর্ণ সেবামূলক প্রশাসন গড়ে তুলতে সরকার কাজ করছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য দক্ষ প্রশাসন তৈরি করা যা জনসেবা করবে এবং জনগণের কাছে এর জবাবদিহিতা নিশ্চিত করবে। ’
রবিবার (১৮ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় বা বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২১ তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পড়ুন: যোগ্যদের পদোন্নতি দিন: সেনা কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী
ক্ষমতায় থাকার অর্থ শুধু সরকারি সুযোগ-সুবিধা ভোগ করা নয় উল্লেখ করে হাসিনা বলেন, ‘আমরা জনগণের প্রতি আমাদের দায়িত্ব পালন করছি। আমাদের দায়িত্ব হলো জনগণের কল্যাণ, তাদের স্বার্থ এবং তাদের ভাগ্য পরিবর্তন করা।’
কোভিড-১৯ মহামারির কথা তুলে ধরে তিনি বলেন, জনগণ যেন কোনোভাবেই কষ্ট না পায় সরকার সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। সরকার তাদের খাদ্যের চাহিদা পূরণ, চিকিত্সা ব্যবস্থা এবং আর্থিকভাবেও সহযোগিতা করে যাচ্ছে।
তিনি বলেন, যে কারণে সরকার প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকার ২৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
সরকারের এ কাজে সহায়তা করায় সকল মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানান।
পড়ুন: অক্সিজেন ও করোনা রোগীদের শয্যা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ
ধৈর্য ধরুন, দেখেন কী করতে পারি: টিকা নিয়ে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস যেহেতু একটি বিশ্বব্যাপী সমস্যা, তাই বাংলাদেশের একা করার কিছুই নেই, আমরা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করছি, জনগণের আর্থ-সামাজিক অবস্থাকে এগিয়ে নিতে মানুষের জীবন ও জীবিকা নির্বাহের চেষ্টা করছি।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল প্রধানমন্ত্রীর পক্ষে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রাপ্ত ১০টি মন্ত্রণালয়/বিভাগকে এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন।