সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বর থেকে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ক্যাম্পাসের প্রধান ফটকে (ডেইরি গেইট) অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে যান চলাচল স্তিমিত হয়ে পড়ে। অবরোধ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলে যান চলাচল আবারো স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত কয়েক দিন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই ধর্ষণ, ছিনতাই, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এর ফলে তিনি উপদেষ্টা পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।
আরও পড়ুন: ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ সমাবেশ
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সারাদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণকারীরা হামলার স্বীকার হচ্ছেন। ডেভিল হান্টের নামে বিপ্লবীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমাদের জীবনের কোন নিরাপত্তা নাই। সারাদেশে ভয়াবহভাবে খুন, ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। আমরা আতংকিত হয়ে পড়ছি। এভাবে একটা দেশ চলতে পারে না।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী লীগের দালালরা বসে আছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুশিয়ার করে বলতে চাই, এসব আওয়ামী দোসরদের অতিদ্রুত গ্রেফতার করতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। আর তা না পারলে আপনাকে পদত্যাগ করতে হবে।’
এ ছাড়াও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘বিপ্লব পরবর্তী নতুন সরকারের দায়িত্ব ছিলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের প্রশাসনের সেদিকে কোন মনোযোগ নেই। তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। তারা দেশের জনগণের চাহিদার মূল্য দিতে ব্যর্থ হয়েছে। তারা দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’
আরও পড়ুন: জাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
তিনি আরও বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, দেশের কোন রাজনৈতিক শক্তি যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনাদের বাধা দিয়ে থাকে, তাহলে আপনারা তা জাতির সামনে প্রকাশ করুন। নাহলে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় আপনার পদত্যাগের জন্য আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের আরেক শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘জুলাই বিপ্লবে দেশের দুই হাজার মানুষ জীবন দিয়েছে আজকের এই দিনটি দেখার জন্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে প্রশাসনের অবহেলার কারণে।’
তিনি আরও বলেন, যদি সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়; খুন, ছিনতাই, ধর্ষণ এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে দেশের প্রশাসনের দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারাবে তারা।