এসময় উন্নয়ন কার্যক্রমের গতি ও ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অব্যাহত রেখে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মলেন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং প্রকল্প পরিচালকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ পরিস্থিতি থেকে উত্তরণে নিজ নিজ অবস্থানে থেকে সবার যতটুকু দায়িত্ব পালন করার সুযোগ আছে, সেখানে তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’
অনলাইন সভায় প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। একই সাথে পরিবর্তিত পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী সেসব বিষয়ে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, অতিরিক্তি সচিব (প্রশাসন ও বাজেট) বেগম নাসরিন আক্তার চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো.আফজাল হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।