রাজধানীর কামারপাড়ায় রাজাবাড়িতে একটি হ্যান্ড স্যানিটাইজারের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় সোমবার দগ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
নিহতের নাম মো. মিজান (৩৫)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ৯৫ শতাংশ দগ্ধ মিজান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত দেড়টার দিকে মারা যান।
এর আগে রবিবার একই হাসপাতালে আহত তিনজন-গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. আলম মিয়া (২০) ও মো. নুর হোসেন (৬০) মারা যান।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার বেলা পৌনে ১২টার দিকে হ্যান্ড স্যানিটাইজারের একটি গোডাউনে বিস্ফোরণ ঘটে এবং এতে আটজন আহত হয়।
আহত অপর চার জন হলেন-মাসুম (৩৫), মো. আল-আমিন (৩০), শফিকুল (২৫) ও মো. শাহীন (২৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের মধ্যে মাসুম ৯৫ শতাংশ, শফিকুল ৮০ শতাংশ, আল-আমিন ৭৫ শতাংশ ও শাহিন ৩৫ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতালের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন জানান।