রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সুমন শিকদার (৩১) হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) পুলিশ টিপুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আলী হায়দার এ আদেশ দেন।
গত ১৯ জুলাই বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়।
আরও পড়ুন: হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল-রূপা
এ ঘটনায় সুমনের মা মাসুমা বেগমের অভিযোগের ভিত্তিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন: রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর