জাতীয় সংসদে ‘হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন বিল (সংশোধনী) ২০২১’ পাস করা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর শাসনামলে একটি অধ্যাদেশের মাধ্যমে মূল আইনটি জারি করা হয়।
সংশোধনীর পর বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা। মূলধন বৃদ্ধির ফলে এখন থেকে বিএইচবিএফসি’র পরিষেবা আরও বৃদ্ধি পাবে।
প্রস্তাবিত বিলে কর্পোরেশন থেকে ঋণ নেয়ার সময় মিথ্যা তথ্য প্রদানের শাস্তি আরও কঠোর করা হয়েছে।
কর্পোরেশন থেকে ঋণ নেয়ার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেয়ার জন্য পাঁচ বছরের জেল বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল বা দুই হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল সংসদে পেশ
লিখিত অনুমতি ছাড়া কেউ বিজ্ঞাপন বা প্রসপেক্টাসে কর্পোরেশনের নাম ব্যবহার করলে তাকে ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।এর আগে উক্ত অপরাধে বিদ্যমান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আদেশ ১৯৭৩-এ শাস্তি ছিল ছয় মাসের জেল বা মাত্র একহাজার টাকা জরিমানা।
প্রস্তাবিত বিলে 'ঋণ খেলাপি','কর্পোরেশনের চেয়ারম্যান','পরিচালক'সহ কিছু শব্দ যুক্ত করা হয়েছে।
এছাড়া অন্যান্য আইনের তুলনায় এটিকে অগ্রাধিকার দিতে বিলে একটি ‘স্থগিতকরণ ধারা’ যুক্ত করা হয়েছে।
এটি পরিচালনায় তিন বছরের জন্য সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে। কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করবে সরকার ।
আরও পড়ুন: কঠোর শাস্তির বিধান রেখে সংসদে ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল’