‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল ২০২১’ সংসদে পেশ করা হয়েছে। দেশে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষার প্রসারে নেয়া পরিকল্পনার অংশ হিসাবে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে বিলটি উত্থাপন করেন।
এরপর পরবর্তী পর্যালোচনার জন্য বিলটি সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়। আগামী এক মাসের মধ্যে কমিটিকে এই বিষয়ের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর আদলে নির্মিত হবে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়েরও চ্যান্সেলর হবেন।
আরও পড়ুন: কঠোর শাস্তির বিধান রেখে সংসদে ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল’
ডিজেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংসদে বিরোধী নেতাদের অসন্তোষ