৪৮ ঘণ্টার আল্টিমেটামে ছয় দফা দাবি পূরণ না হওয়ায় ফের সড়কে নেমেছেন বরিশালের শিক্ষার্থীরা। এসময় তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসকের দপ্তরে আমরণ অনশনের হুমকি দিয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা মানববন্ধন শেষে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় আবারও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ‘এবার দাবি পূরণ না হলে জেলা প্রশাসক দপ্তর ও বিআইডব্লিউটিএ-এর কার্যালয়ের সামনে আমরণ অনশন করা হবে’।
মানববন্ধনে বক্তব্য দেন ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থী রাহুল দাশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আলিশা মুনতাজ, শাকিবুল ইসলাম শাকিব, সামিয়া লায়মন, তামিম ইসলাম, রিফাত মারফিয়া, অদিতি ভট্টাচার্য, হাফিজুর রহমান রাকিব, জিম প্রমুখ।
আরও পড়ুন: সব মেট্রোপলিটন শহরে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া: বাস মালিক সমিতি
বক্তারা বলেন, বরিশালে নৌযানসহ সব গণপরিবহনে হাফ ভাড়া আদায়, নৌবন্দরে প্রবেশ ঘাটের টিকিট মওকুফ এবং নিরাপদ সড়ক বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে গত রবিবার প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে ফের আন্দোলনে নেমেছেন তারা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ করতে হবে। অন্যথায় জেলা প্রশাসকের দপ্তর ও বিআইডব্লিউটিএ-এর কার্যালয়ের সামনে আমরণ অনশন করা হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রধান সড়ক সদর রোড এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
উল্লেখ্য,একই দাবিতে রবিবার সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। তখন দাবি আদায়ে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। বেধে দেয়া সময়ে দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নেমে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বরিশালে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম