১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও ষড়যন্ত্রকারীরা এখনও তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কে কী করছে সে সম্পর্কে সব তথ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি তাদের (ষড়যন্ত্রকারীদের) সবাইকে চিনি।’
বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আ.লীগের প্রতি জনগণের আস্থা সরকারের সাফল্যের চাবিকাঠি: প্রধানমন্ত্রী
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে ষড়যন্ত্রকারীরা তাদের মিশনে বেরিয়েছিল। ‘এখন যেহেতু আগামী নির্বাচন ঘনিয়ে আসছে, তাই তারা অনেক তৎপর।’
শেখ হাসিনা বলেন, তার সরকারকে উৎখাত করে ষড়যন্ত্রকারীরা কীভাবে লাভ করবে! তবে একটি জিনিস নিশ্চিত জনগণ ভুক্তভোগী হবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যার কথা স্মরণ করেন তিনি।
আরও পড়ুন: বিএনপি তার শাসনামলে জাতীয় সম্পদ লুটপাট করেছে: প্রধানমন্ত্রী
আবেগ জড়িত কণ্ঠে তিনি বলেন, খুনিরা এমনকি রাসেলকে (তার ১০ বছর বয়সী ভাই) পর্যন্ত রেহাই দেয়নি।
শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ওই সময় বিদেশে থাকায় হত্যাকাণ্ড থেকে রক্ষা পান।