আগামী তিন দিন আমদানীকৃত তরলজাত প্রাকৃতিক গ্যাস সরবারহে অসুবিধার কারণে গ্যাস ব্যবহারকারীরা গ্যাস সরবারহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন বলে জানা গেছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ো আবাহাওয়ার কারণে এলএনজি গ্যাস সরবারহ বিচ্ছিন্ন হওয়ায় গ্রাহকরা ১৪ জুন থেকে ১৬ জুন পর্যন্ত গ্যাস সরবারহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন।
আরও পড়ুনঃ খুলনাঞ্চলের গ্যাসের বাজার বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে
কর্তৃপক্ষ জানিয়েছে এই অসুবিধার কারণে প্রতিদিন ট্রান্সমিশন প্রক্রিয়ার ক্ষেত্রে ৪০০ মিলিয়ন ঘন ফুট গ্যাস সরবারহ বিঘ্ন হচ্ছে। তারা আরও জানান, এর ফলে গৃহস্থালি, শিল্প কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং বাণিজ্যিক ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হবেন।
আরও পড়ুনঃ চট্টগ্রামে সাবেক মন্ত্রীপুত্রের ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।