রাজধানীর জাতীয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা দেশের বিভিন্ন আদালতের সহকারী জজ ও বিচারিক হাকিম পদমর্যাদার ২২ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন।
বিচারকদের করোনা পজিটিভ হওয়ায় অসামাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ কর্মশালা স্থগিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এই ২২ বিচারককে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রাখা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. গোলাম কিবরিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারকাজ
তিনি জানান, ২২ জন করোনা আক্রান্ত হওয়ায় তাদেরকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
জানা গেছে, গত ৯ জানুয়ারি দেশের বিভিন্ন আদালতে সহকারি জজ ও বিচারিক হাকিম হিসেবে দায়িত্বপালনকারী ৭০ জন সহকারী জজের দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। পৃথক দুটি ব্যাচে ৩৫ জন করে অংশ নেন। প্রশিক্ষণ চলাকালে পাঁচ জন সহকারী জজের করোনা উপসর্গ দেখা দেয়। পরে তাদের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে সবারই করোনা পজিটিভ আসে। এরপর প্রশিক্ষণে অংশ নিতে আসা সব বিচারকদের করোনা টেস্ট করা হলে তাদের মধ্যে থেকে আরও ১৭ জনের প্রতিবেদন পজিটিভ আসে। এ পরিস্থিতিতে দুই মাসের প্রশিক্ষণ কর্মশালা অসামাপ্ত রেখেই গত ১৫ জানুয়ারি স্থগিত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ধর্ষণের আসামিকে জামিন দেয়ায় ট্রাইব্যুনালের বিচারককে তলব