বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ২৪ ঘণ্টার অবরোধ চলাকালে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত আটটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গণমাধ্যশ শাখার উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, ঢাকার মিরপুর, যাত্রাবাড়ী ও হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তরা মোট আটটি গাড়িতে আগুন দিয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ২৪ ঘণ্টার অবরোধ চলাকালে বাসে আগুন
এ সময় পাঁচটি বাস, দুটি ট্রাক ও একটি কন্টেইনার ট্রাক পুড়ে যায়।
ঢাকা শহর, রাজশাহী, বগুড়া ও কুমিল্লায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, এ সময় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ৬৮ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত অবরোধ ও হরতাল চলাকালে ২৩৬টি যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন