যান চলাচলের জন্য খুলে দেয়ার ৬ষ্ঠ দিনে শুক্রবার পদ্মা সেতু পার হওয়া যানবাহন থেকে টোল আদায়ের মাধ্যমে সরকার রেকর্ড ৩ দশমিক ১৬ কোটি টাকা রাজস্ব আয় করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার আবুল হোসেন ইউএনবিকে বলেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তিন দশমিক ১৬ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ আয়।
তিনি বলেন, এই সময়ে প্রায় ২৬ হাজার ৩৯৪টি যানবাহন সেতুটি অতিক্রম করেছে।
গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন এবং পরদিন সকালে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।
আরও পড়ুন: পদ্মা সেতু: দ্বিতীয় দিনে ১ কোটি ৯৭ লাখ টাকার টোল আদায়
পদ্মা সেতু কোরবানির আয়োজনে অভাবনীয় সুযোগ তৈরি করেছে: মন্ত্রী