আরও পড়ুন: ৯৯৯ এ মায়ের ফোন: মেয়েকে ধর্ষণের চেষ্টাকারী ব্যক্তি আটক
একজন পথচারী বুধবার সন্ধ্যায় আদাবর বাজার পানির পাম্প থেকে ফোনে জানান, সেখানে এক বৃদ্ধা নারী পথ হারিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন, বাকপ্রতিবন্ধী হওয়ায় ঠিকমতো কোনো কিছু বলতেও পারছেন না। বৃদ্ধা অস্পষ্ট উচ্চারণে জানান, তিনি স্বামীকে নিয়ে ঢাকায় এক হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য।
জরুরি নম্বর থেকে তাৎক্ষণিকভভাবে আদাবর থানার ডিউটি অফিসারের সাথে কথা বলিয়ে দেয়া হয়। সংবাদ পেয়ে থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ ফোনকলে উদ্ধার
আদাবর থানার এএসআই এহসানুল হক পরে ৯৯৯-কে ফোনে জানান, তিনি বৃদ্ধাকে তাদের টহল গাড়িতে করে নিয়ে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট গিয়ে খোঁজখবর করেন কিন্তু সেখানে বৃদ্ধার স্বামীকে পাওয়া যায়নি। তারপর তারা বৃদ্ধাকে থানায় নিয়ে যান। পরে বৃদ্ধার অস্পষ্ট উচ্চারণে তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ইসলামপুর গ্রামে বলে জানা যায়।
আরও পড়ুন: ৯৯৯ নম্বরে ফোন: ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ৩
এরপর আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান সিঙ্গাইর থানায় কথা বলেন এবং বৃদ্ধার গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্যদের ফোন নম্বর সংগ্রহ করেন। দুজন সদস্যের সাথে কথা বলার পর একজন বৃদ্ধাকে চিনতে পারেন এবং পরে তার বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে খবর পেয়ে বৃদ্ধার আত্মীয়-স্বজন রাত ১২টার দিকে থানায় এসে পৌঁছালে বৃদ্ধাকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ঘুমের ওষুধ খেয়ে ৯৯৯ নম্বরে যুবকের ফোন, হাসপাতালে নিল পুলিশ
জানা যায়, বৃদ্ধার নাম মনোয়ারা আক্তার বাতাসী (৬০)। তার স্বামী হৃদরোগে আক্রান্ত হলে মানিকগঞ্জ থেকে এনে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখান থেকে বৃদ্ধা তার ভাতিজার সাথে কিছু জিনিসপত্র কিনতে বের হয়ে বেলা ১১টার দিকে পথ হারিয়ে ফেলেছিলেন।