সেবাধর্মী সংগঠন ব্লাডম্যানের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বিচ্ছিন্ন সেন্টমার্টিন দ্বীপে স্বাস্থ্যসেবা খুবই জরুরি হয়ে পড়েছে। আমরা সোশ্যালি ডিস্টেন্সড হয়েও ডিজিটালি কানেক্টেড হয়ে টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিতে চাই।’
আরও পড়ুন: দেশের কোভিডের ক্ষত কাটাতে সাহায্য করতে পারে সমুদ্র পর্যটন, বলছেন বিশেষজ্ঞরা
শিগগিরই ব্লাডম্যান এবং সরকারের আইডিয়া প্রকল্পের মাধ্যমে এখানে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যক্রম গ্রহণ করা হবে, জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে ওষুধ বিতরণের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের বন্ধু। তুরস্কের জনগণ ও সরকারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে।’
আরও পড়ুন: করোনার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কুমিল্লার পর্যটন শিল্প
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৌন্দর্য ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী।
এর আগে, ব্লাডম্যানের উদ্যোগে একদল তরুণ কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ছুটে গিয়েছেন। সেখানে ৩১৭ জন মানুষকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। চিকিৎসাসেবা ছাড়াও বৃক্ষরোপন কর্মসূচি, বিচ ক্লিনিং এবং করোনাকালীন নিরাপদ ভ্রমণ নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। এ কমসূচি ছাড়াও সংগঠনটি মানসিক স্বাস্থ্য সেবা ও মেয়েলি সমস্যা নিয়ে আলাদা সেমিনারের আয়োজন করেছে।
আরও পড়ুন: সবাইকে নিয়েই দেশের পর্যটন শিল্প এগিয়ে যাবে: প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
বাংলাদেশের পর্যটন খাত
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন ও ভ্রমণ খাতের অবদান ছিল ৮৪০.২ বিলিয়ন টাকা। যা জিডিপির প্রায় ৪.৩ শতাংশ।
আরও পড়ুন: অনিশ্চয়তায় খুলনার পর্যটন শিল্প: সুন্দরবনের দুয়ার এখনো বন্ধ
অন্যদিকে, ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) তথ্য অনুসারে, এ খাত থেকে অর্জিত প্রবৃদ্ধির পরিমাণ প্রতিবছর ৭.১ শতাংশ করে বৃদ্ধি পাবে এবং ২০২৭ সালের মধ্যে দেশের জিডিপিতে এর মোট অবদান গিয়ে দাঁড়াবে এক হাজার ৭৮৩ বিলিয়ন টাকা বা ৪.৭ শতাংশে।
আরও পড়ুন: 'হাওর ভিত্তিক পর্যটন' উন্নয়নে ব্যবস্থা নেয়া হচ্ছে: পর্যটন প্রতিমন্ত্রী