জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার সারা দেশে শেখ রাসেল দিবস পালিত হচ্ছে।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণকারী শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যের সাথে নির্মমভাবে নিহত হন।
আরও পড়ুন: শেখ রাসেল মেমোরিয়াল র্যাপিড দাবা টুর্নামেন্ট আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগ এই বছর ১৮ অক্টোবরকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সকাল ৮টার দিকে দলটি বনানী কবরস্থানে রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়া ১৫ আগস্টের অন্যান্য শহীদের কবরেও শ্রদ্ধা জানানো হয়। সেখানে বিশেষ দোয়া, সূরা ফাতিহা পাঠ ও দোয়ার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: ফেডারেশন কাপ ফুটবল: শেখ রাসেলকে হারিয়ে সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী
শেখ রাসেল দিবস উপলক্ষে আগামীকাল ১৯ অক্টোবর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সভায় যোগ দেবেন।