সম্পূর্ণ নতুন স্টিকার প্যাক ও কমিউনিটির মাধ্যমে এর ব্যবহারকারী, কর্মী এবং অন্য মানবিক অংশীদারদের এ উদ্যোগের সাথে সম্পৃক্ত করবে ভাইবার। এগুলো হলো- ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন অব দ্য ইউনাইটেড নেশনস (এফএও), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি), ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড (ফর নেচার), ইউনিসেফ, ইউ-রিপোর্ট এবং ইউএন মাইগ্রেশন।
গত এপ্রিলে প্রকাশিত ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বজুড়ে অন্তত ২৫.৬ কোটি মানুষ অনাহারে থাকার ঝুঁকিতে রয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ।
ভাইবারের এ উদ্যোগের মধ্যে রয়েছে ইংরেজি ও রুশ ভাষায় ভাইবারের স্টিকার প্যাক এবং ভাইবারের নিজস্ব শিক্ষামূলক ‘ফাইট ওয়ার্ল্ড হাঙ্গার টুগেদার’ কমিউনিটি। প্রথমবারের মতো করা ভাইবারের এ কমিউনিটি ব্যবহারকারীদের অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনতে প্রয়োজনীয় নানা বিষয় সম্পর্কে অবহিত করবে।
নির্দিষ্ট ক্যাম্পেইন স্টিকার প্যাক ডাউনলোডের মাধ্যমে ব্যবহারকারীরা আর্থিকভাবে এ উদ্যোগে ভূমিকা রাখতে পারে। এ কমিউনিটি ১ মিলিয়ন ব্যবহারকারীতে পৌঁছালে সবাইকে এগিয়ে আসতে উৎসাহিত করার জন্য এ কার্যক্রমে অনুদান হিসেবে ১০ হাজার মার্কিন ডলার দেবে ভাইবার।