ঢাকা, ১৩ মার্চ (ইউএনবি)- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিজস্ব ভবন নির্মাণ প্রকল্প উদ্বোধন করেছেন।
বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকা শেরে-বাংলা নগরে এক একর জমির ওপর এ ভবন নির্মাণ করা হচ্ছে।
বর্তমানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে তিনটি ফ্লোর ভাড়া নিয়ে নিজেদের কার্যক্রম চালাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
২০১৮ সালের ২ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিটিআরসির নিজস্ব ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়।