‘গ্যালাক্সি এ’ সিরিজের কম থেকে মাঝারি রেঞ্জের ফোনগুলো সাধারণত এশিয়া, লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার গ্রাহকদের লক্ষ্য করেই তৈরি করে স্যামসাং। তারই ধারাবাহিকতায় এবার ‘গ্যালাক্সি এ৭১’ মডেলের নতুন ফোন বাজারে আনছে স্যামসাং। আগামী ২৮ জানুয়ারি ফোনটি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলুন দেখে নেয়া যাক স্যামসাংয়ের নতুন এই ফোনের মূল বৈশিষ্ট্যগুলো:
ক্যামেরা: বর্তমানে বাজারে থাকা উন্নত প্রযুক্তির স্মার্টফোনগুলোর মধ্যে সেরা ক্যামেরা বৈশিষ্ট্য সরবরাহ করার এক ধরনের প্রতিযোগিতা দেখা যায়। স্যামসাংয়ের গ্যালাক্সি এ৭১ ফোনটিও তার ব্যতিক্রম নয়। এই ফোনের পেছন দিকে রয়েছে ৪টি ক্যামেরা। স্মরণীয় মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দী করতে এই ফোনের ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা লেন্সটিতে রয়েছে এফ/১.৮ অ্যাপাচার। এছাড়া ১২ মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা।
সেলফি প্রেমীদের জন্য এই ফোনটির সামনে থাকছে এফ/২.২ অ্যপাচারযুক্ত ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
ডিসপ্লে: বাজারে থাকা উন্নতমানের অন্য সব স্মার্টফোনের মতো স্যামসাং এ৭১ ফোনেও থাকছে সম্পূর্ণ এইচডি ডিসপ্লে। এছাড়া কর্নিং গোরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত এই ফোনের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে যে কারোই নজর কাড়বে। ইনফিনিটি-ও ডিসপ্লে অনেক বেশি ব্যবহার বান্ধব করে তুলবে এই স্মার্টফোনটিকে।
গ্যালাক্সি এ৭১ মডেলের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড প্লাস ‘প্যানেল’ যা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লের চেয়ে ভালো সেবা সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি: শক্তিশালী ৪৫০০ এমএএইচের ব্যাটারি থাকছে স্যামসাংয়ের নতুন মডেলের এই ফোনটিতে। এছাড়া সাথে থাকছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জার। যা দিয়ে অনেক দ্রুতই চার্জ করা যাবে ফোনটিকে।
আরও পড়ুন: ঢাকায় ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করল স্যামসাং
ডিজাইন: বড় ডিসপ্লে ও ব্যাটারি থাকা সত্বেও বেশ পাতলা স্যামসাংয়ের এ৭১ ফোনটি। বিশেষ করে এর পেছন দিকের প্রিজম এফেক্ট মুগ্ধ করবে স্যামসাং প্রেমীদের। যদিও এই স্মার্টফোনটি মিনিমাল ডিজাইনের নয় কিন্তু এটি সহজে বহনযোগ্য। এর ওজন ১৭৯ গ্রাম। তবে দৈর্ঘ্য-প্রস্থের কারণে ফোনটি এক হাতে ব্যবহার করতে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে গ্রাহকদের। আর আপনি যদি তুলনামূলক ছোট ফোন পছন্দ করে থাকেন, তাহলে গ্যালাক্সি এ৭১ ফোনটি আপনার জন্য নাও হতে পারে।
কর্মক্ষমতা: স্যামসাং গ্যালাক্সি এ৭১ ফোনটি অক্টা কোর প্রসেসর সমৃদ্ধ হওয়ায় ২০২০ সালের উন্নত স্মার্টফোনগুলোর মধ্যে নিজের অবস্থান ধরে রাখবে বলেই আশা করা যায়। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ চিপসেট (৮ ন্যানোমিটার), যার সাহায্যে ভারী গ্রাফিক্সের গেমগুলো খেলা যাবে অনায়াসেই। এছাড়া ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম।
মেমরি: স্যামসাং গ্যালাক্সি এ৭১ ফোনটি পাওয়া যাবে ৬ অথবা ৮ গিগাবাইট র্যামে। যার সাথে থাকবে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। এর ফলে বিপুল পরিমাণ মিডিয়া ফাইল ও ডকুমেন্ট সংরক্ষণ করা যাবে এই ফোনে।
এছাড়া আপনার যদি আরও বেশি জায়গার প্রয়োজন হয় তাহলে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আপনি এর মেমরি বাড়িয়ে নিতে পারবেন ৫১২ গিগাবাইট পর্যন্ত।
কালো, গোলাপী, নীল ও সিলভারসহ ৫টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এ৭১ ফোনটি। যুক্তরাষ্ট্রের বাজারে ৫২০ ডলারে ফোনটি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।