বয়স বা সময় কোনটিই বাঁধা মানে না, লক্ষ্যকে ছোঁয়ার ইচ্ছা যখন প্রবল থাকে। অভিনেতা নাসির উদ্দিন খানের ক্যারিয়ার গ্রাফ দেখলে বিষয়টা হয়তো আরও পরিষ্কার হবে। ‘মহানগর’ ওয়েব সিরিজ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচিতি বাড়লেও অভিনয়কে আঁকড়ে ধরে আছেন দুই যুগের বেশি সময় ধরে।
সময়টা ১৯৯৫ সাল। চট্টগ্রামের ‘তির্যক নাট্যগোষ্ঠীতে’ যোগ দেন নাসির উদ্দিন খান। অভিনয়ের জন্য একসময় মন বসেনি পড়াশোনায়। এরপর চাকরিতেও বসাতে পারেননি মন। এদিকে, এতদিনে অভিনেতার সংসার হয়েছে, রয়েছে দুজন সন্তান। অনেকটা সময় পেরিয়েও গেছে। কিন্তু শেষ পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিলেন চাকরি আর করবেন না। অভিনয় নিয়ে বাকি জীবনটা কাটাবেন নাসির উদ্দিন।
আর নাসির উদ্দিনের সিদ্ধান্ত যে ভুল ছিল না তা আজ প্রমাণিত। ইউএনবির সঙ্গে আলাপকালে অভিনেতা বলেন, ‘আমি যখন ঢাকায় আসি তখন পর্যন্ত সামনে কী হবে জানতাম না। পরিচিত অনেকে বলেছেন, খরচের জন্য একটা চাকরি করতে। কিন্তু আমার লক্ষ্য ছিল অভিনয়। সেজন্যই ২০১৬ সালে ঢাকায় আসা। অনেকে হয়তো ভেবেছিল এই সময়ে এমন সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। কিন্তু আমি আত্মবিশ্বাসি ছিলাম। আমার সিদ্ধান্তে কোনো ভুল ছিল না।’
আরও পড়ুন: মার্কিন বক্স অফিসের শীর্ষ ৩০-এ 'হাওয়া': পরিবেশক সংস্থার দাবি
২০২০ সালে করোনাকালীন সময়ে অভিনয় জগতের সময়টা খারাপ গেলেও ওটিটি প্ল্যাটফর্মের এক জোয়ার শুরু হয়। সেই জোয়ারে বাংলাদেশেও তৈরি হয় ভিন্ন এক সম্ভাবনা। বিশেষ করে এদেশে ওয়েব সিরিজ নির্মাণ শুরু হওয়ার পর নতুন এক হাওয়া বইতে থাকে ইন্ডাস্ট্রিতে। এতে যেমন একাধিক নির্মাতার মুন্সিয়ানা দেখেছে দর্শক, তেমনি অনেকগুলো নতুন মুখ পেয়েছে তারকাখ্যাতি।
বলা যায়, ওটিটি প্ল্যাটফর্ম অনেক সম্ভাবনাময় অভিনেতার জন্য আশীর্বাদস্বরূপ। নাসির উদ্দিন খান বলেন, ‘তখন পুরো বিশ্বের শোবিজ অঙ্গন ক্রান্তির মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম দর্শকদের বিনোদনের জন্য সেই চাহিদা পূরণ করেছে। বাংলাদেশেও এমনটাই হয়েছে। আমিও ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পাই। সেটি ক্যারিয়ারের জন্য নতুন মোড় তৈরি করেছে।’
আরও পড়ুন: ওয়েব সিরিজ ‘বলি’: অভিনব চরিত্রে চঞ্চল চৌধুরী
সম্প্রতি নাসির উদ্দিন খানকে নিয়ে পুরো আলোচনা ‘হাওয়া’ নিয়ে। এতে তার অভিনয় দর্শকদের মনে নতুনভাবে জায়গা করে নিয়েছে। অনেকে বলছে অভিনেতার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এই সিনেমা। কিন্তু নাসির উদ্দিন এতে ঠিক এক মত নন। তিনি বলেন, ‘জীবনেতো কখনও সরল পথে চলা যায় না। ভালো বা খারাপ দুটো নিয়েই চলতে হয়। ক্যারিয়ারটা সেভাবে দেখি। এখানে অনেক উচু-নিচু সময় পাড়ি দিতে হবে। ‘হাওয়া’আমার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে অন্যতম ভূমিকা রাখবে অবশ্যই। কিন্তু সেটি ঠিক টার্নিং পয়েন্ট হিসেবে ভাবি না।’
বর্তমান সময়টা বেশ ব্যস্ততায় কাটছে নাসির উদ্দিন খানের। একদিকে যেমন ‘হাওয়া’র প্রচারণা। অন্যদিকে নতুন সিনেমার কাজ। তিনি জানান, সামনে আরও দুটি সিনেমা ও কয়েকটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। তবে সে সম্পর্কে জানাতে আরও কিছুদিন অপেক্ষায় রাখতে চান এই অভিনেতা।
আরও পড়ুন: বছরের আলোচিত ৫ বাংলা ওয়েব সিরিজ