ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও কয়েক ধাপ এগিয়ে গেছে ২০২২ সালে।
করোনাকালীন এই মাধ্যমের চাহিদা বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়ে গেছে সেই যাত্রায় কাঁধ মিলিয়েছিল বাংলাদেশের কনটেন্টও।
এর সঙ্গে এদেশেও ওটিটি প্ল্যাটফর্মের বাজারের পরিধি আরও প্রসারিত শুরু করল।
২০২০-২০২১ সালে ওয়েব সিরিজ নির্মাণের যেই মোড় ঘুরতে শুরু করেছিল তা আরও পরিণত হয়েছে ২০২২ সালে। এই সালে এমন কয়েকটি ওয়েব সিরিজ তাক লাগিয়েছে যেগুলোর নির্মাতারা এর আগের বছরগুলোতেও নিজেদের মুন্সিয়ানার প্রমাণ দিয়েছেন।
আর সেই হাল তারা ধরে রেখেছেন।
এই সূত্র ধরেই আজকের লেখায় জানাব ২০২২ সালে সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজগুলো নিয়ে।
আরও পড়ুন: 'কাবিলা' খ্যাত পলাশের ব্যাচেলর জীবনের সমাপ্তি
‘শাটিকাপ’:
রাজশাহীতে বসে ৮ পর্বের ওয়েব সিরিজ
এ দেশে ফিকশনের বাজার মূলত ঢাকাকে ঘিরে। রাজশাহীতে বসে একদল তরুণ একটি সিরিজ বানিয়ে কাঁপিয়ে দেবে, সেটি হয়তো ভাবাই যায় না। কিন্তু এই ফর্মুলা থেকে বের হয় ওটিটি যাত্রার শুরুতে আট পর্বের ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ দিয়ে এক বাজি ধরে ‘চরকি’। সিরিজটির অভিনয়শিল্পী ও কলাকুশলী সবাই রাজশাহীর স্থানীয়।
সেই সঙ্গে গল্পের প্রেক্ষাপট, ভাষা, দৃশ্যধারণ সবই হয়েছে রাজশাহীতেই।
আর এটি নির্মাণ করেছেন রাজশাহীর ছেলে তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।
নির্মাতার মতোই পরিচিতির বাইরে রয়েছেন ‘শাটিকাপ’-এ অভিনয় করা সকলে।
প্রায় ১৩৭ জন অভিনয়শিল্পী দেখা গেছে এই সিরিজে।
আশফাক নিপুণ বললেন ‘সাবরিনা’র গল্প
২০২১ সালে ‘হইচই’ প্ল্যাটফর্মে ‘মহানগর’ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আশফাক নিপুণ। দর্শকের তাই অপেক্ষা ছিল এ বছর ‘মহানগর ২’ নিয়ে হাজির হবেন এই নির্মাতা।
কিন্তু সেই আশায় শেষ পর্যন্ত জল পড়ল।
তাই বলে কিন্তু একদম নিরাশ করেননি নিপুণ। ওয়েব সিরিজ ‘সাবরিনা’ দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।
যার মধ্য দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয় মেহজাবিন চৌধুরীর।
টেলিভিশন নাটকের মতো ওয়েব সিরিজেও অভিনয়ের মুন্সিয়ানার প্রমাণ দিয়েছেন মেহজাবিন। আর আশফাক নিপুণ যেন আরও পরিণত হচ্ছেন তার গল্প বলার ভঙ্গিতে।
‘সিন্ডিকেট’:
ক্রাইম থ্রিলার দিয়ে ভিন্ন এক প্রেম দেখালেন শিহাব শাহীন
টেলিভিশনে হিট পরিচালকদের একজন শিহাব শাহীন। মূলত তার রোমান্টিক ঘরানার গল্প দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছে। ওয়েব সিরিজেও তিনি প্রেম দেখালেন।
কিন্তু সেটি ক্রাইম থ্রিলারের মধ্য দিয়ে।
‘চরকি’তে এ বছর মুক্তি পায় ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। যেখানে দেখা যায়, এক ব্যাংকের ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয় ব্যাংক কর্মকর্তা জিশা। শুরুতে একে আত্মহত্যা ধরা হলেও জিশার প্রেমিক ও সহকর্মী আদনানের ধারণা খুন করা হয়েছে তার প্রেমিকাকে।
আরও পড়ুন: ওটা সত্যি অভিনয় ছিল না, ছিল মায়ের জন্য আবেগ: ‘কারাগার-২’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী
এই সিরিজের মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যায় আফরান নিশো, তুষি ও ফারিণকে।
ওটিটিতে এ বছর দ্যুতি ছড়ালেন নুহাশ হুমায়ূন
আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজ নিয়ে এরইমধ্যে পৌঁছে গেছেন পরিচালক নুহাশ হুমায়ূন। সেই সঙ্গে দেশেও এখন জনপ্রিয় নির্মাতাদের একজন।
যার নির্মাণের মুন্সিয়ানা বরাবরই মুগ্ধ করেছে দর্শককে। তার গল্প বলার ধরন তার উজ্জ্বল সম্ভাবনাকে বরারবরই ইঙ্গিত দেয়।
এ বছর চরকির পর্দায় ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নির্মিত হয়েছে নুহাশ হুমায়ূনের প্রথম ওয়েব সিরিজ ‘ষ’।
প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এটি।
সিরিজটি দেশের দর্শকের কাছে ব্যাপক সফলতার পর পাড়ি দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।
২০২৩ সালের ২৫ জানুয়ারি ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম’-এর ৫২তম আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’।
‘কাইজার’ –এ পরিণত হয়েছেন তানিম নূর
২০২১ সালে তানিম নূরের পরিচালনায় ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজটি বেশ আলোচনায় আসে। যার অন্যতম কারণ ছিল একই পর্দায় চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভর উপস্থিতি। কিন্তু মুক্তির পর কিছুটা হতাশ হতে হয়েছিল। বিগ কাস্টিং দিয়ে তিনি যেই আলোচনা তৈরি করেছিলেন সিরিজটি নির্মাণে তার ততটা চেষ্টার ত্রুটি ছিল বলে মনে হয়।
কিন্তু ২০২২ সালে ‘কাইজার’ দিয়ে পরিণত হলেন তিনি।
যদিও এখানে আফরান নিশো তার অভিনয় দিয়ে অধিকাংশ আকর্ষণ কেড়ে নিয়েছেন, তবুও গল্পটি নির্মাণে যত্নশীল ছিলেন তানিম নূর।
ভারতীয় প্লাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া এই গোয়েন্দা সিরিজে অভিনয় করেছেন আফরান নিশো, মোস্তাফিজুর নূর ইমরান, রিকিতা নন্দিনি শিমু, ইমতিয়াজ বর্ষণ, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার প্রমুখ।
অমিতাভ রেজা ‘বোধ’ কতটা জনপ্রিয় হলো?
‘আয়নাবাজি’র পর অমিতাভ রেজার প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গেছে দর্শকের। তার নতুন নির্মাণ মানে ভক্তদের কৌতুহলের শেষ নেই। তেমনটাই হয়েছিল এ বছরের শেষে ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘বোধ’ দিয়ে।
সিরিজটির মূল ভূমিকায় নতুন দুই মুখকে দেখা যায়।
আর গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেন আফজাল হোসেন। অমিতাভ তার সিরিজে বলতে চেয়েছেন দেশের ভুমিদস্যুদের গল্প।
তবে ঘটনার শেষ জানতে হলে অপেক্ষা করতে হবে সিরিজে দ্বিতীয় সিজন পর্যন্ত।
দুই বাংলায় ‘কারাগার’-এর বাজিমাত
নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি এখন ওটিটি প্ল্যাটফর্মের তুরুপে তাশ। বাংলাদেশের ওয়েব সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’।
যার দুটি সিজন এরইমধ্যে মুক্তি পেয়েছে।
প্রথম সিজন মুক্তির পর মূল চরিত্রে রহস্যময় চরিত্রে থাকা চঞ্চল চৌধুরীকে নিয়ে এক ধাঁধাঁ তৈরি করেন শাওকি।
দ্বিতীয় সিজন মুক্তির আগ পর্যন্ত সেটিই ছিল প্রধাণ আকর্ষন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ‘কারাগার ২’ দিয়ে সকল রহেস্যে জট খুললো।
চঞ্চল চৌধুরী ছাড়াও ‘কারাগার’ দিয়ে দর্শকের আকৃষ্ট করেছেন ইন্তেখাব দিনার। দীর্ঘ বিরতির পর ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে পুরোদমে ফিরে আসেন এই অভিনেতা।
আরও পড়ুন: কবে অনুষ্ঠিত হবে ব্যাচেলর পয়েন্ট চতুর্থ সিজনের শেষ পর্ব?