নির্মাতা
মিশুক মুনীর স্মারক পুরস্কার পেলেন সাংবাদিক শাকিল হাসান ও নির্মাতা মাসুদুর রহমান
‘মিশুক মুনীর স্মৃতি পুরস্কার’ যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও চলচ্চিত্র নির্মাতা মাসুদুর রহমান।
প্রয়াত এই সাংবাদিক ও শিক্ষাবিদের সম্মানে দুটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অডিও-ভিজ্যুয়াল ক্যাটাগরিতে শাকিল হাসান লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবৈধ দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ পুরস্কান পান। এ ছাড়া ‘অপরিচিত’ চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছেন মাসুদুর রহমান।
আরও পড়ুন: শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন তাসকিন
রবিবার রাতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিলি-মুনীর স্মৃতি রক্ষা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক কর্মী নাসিরউদ্দিন ইউসুফ ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।
ট্রাস্টের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী ত্রপা মজুমদার। বিজয়ীদের নাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন।
অনুষ্ঠানে মিশুক মুনীরের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে নাসিরউদ্দিন ইউসুফ বলেন, মিশুক মুনীর ছিলেন একজন বিপ্লবী সম্প্রচার সাংবাদিক, যিনি একুশে টেলিভিশনের মাধ্যমে শক্তিশালী প্রভাব বিস্তার করেছিলেন, যা দেশের সম্প্রচার সাংবাদিকতার দৃশ্যপট পাল্টে দিয়েছিল।
একই সঙ্গে তিনি তার ক্লাসের ভেতরে ও বাইরে উভয়ক্ষেত্রেই একজন প্রশংসনীয় শিক্ষাবিদ ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক শাকিল হাসান বলেন, আমি আমার প্রতিবেদনের মাধ্যমে কোথায় কী ঘটেছে তা দেখানোর চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আমি সেই পরিমণ্ডলে গভীর থেকে গভীরে প্রবেশ করে এবং আমার ব্যক্তিগত সততাকে কাজে লাগিয়ে এটি করেছি। মহান সম্প্রচার সাংবাদিক মিশুক মুনীরের নামে এই সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত।
শিক্ষাবিদ, যোগাযোগ বিশেষজ্ঞ ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, পরিচালক ও চিত্রনাট্যকার শামীম আখতার, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জাকির হোসেন রাজু ও ড. গীতিআরা নাসরিনের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছিল।
আরও পড়ুন: সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: মোমেন
১ বছর আগে
ওয়েব সিরিজ-২০২২: কনটেন্টের ‘নায়ক’ নির্মাতা
ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও কয়েক ধাপ এগিয়ে গেছে ২০২২ সালে।
করোনাকালীন এই মাধ্যমের চাহিদা বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়ে গেছে সেই যাত্রায় কাঁধ মিলিয়েছিল বাংলাদেশের কনটেন্টও।
এর সঙ্গে এদেশেও ওটিটি প্ল্যাটফর্মের বাজারের পরিধি আরও প্রসারিত শুরু করল।
২০২০-২০২১ সালে ওয়েব সিরিজ নির্মাণের যেই মোড় ঘুরতে শুরু করেছিল তা আরও পরিণত হয়েছে ২০২২ সালে। এই সালে এমন কয়েকটি ওয়েব সিরিজ তাক লাগিয়েছে যেগুলোর নির্মাতারা এর আগের বছরগুলোতেও নিজেদের মুন্সিয়ানার প্রমাণ দিয়েছেন।
আর সেই হাল তারা ধরে রেখেছেন।
এই সূত্র ধরেই আজকের লেখায় জানাব ২০২২ সালে সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজগুলো নিয়ে।
আরও পড়ুন: 'কাবিলা' খ্যাত পলাশের ব্যাচেলর জীবনের সমাপ্তি
‘শাটিকাপ’:
রাজশাহীতে বসে ৮ পর্বের ওয়েব সিরিজ
এ দেশে ফিকশনের বাজার মূলত ঢাকাকে ঘিরে। রাজশাহীতে বসে একদল তরুণ একটি সিরিজ বানিয়ে কাঁপিয়ে দেবে, সেটি হয়তো ভাবাই যায় না। কিন্তু এই ফর্মুলা থেকে বের হয় ওটিটি যাত্রার শুরুতে আট পর্বের ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ দিয়ে এক বাজি ধরে ‘চরকি’। সিরিজটির অভিনয়শিল্পী ও কলাকুশলী সবাই রাজশাহীর স্থানীয়।
সেই সঙ্গে গল্পের প্রেক্ষাপট, ভাষা, দৃশ্যধারণ সবই হয়েছে রাজশাহীতেই।
আর এটি নির্মাণ করেছেন রাজশাহীর ছেলে তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।
নির্মাতার মতোই পরিচিতির বাইরে রয়েছেন ‘শাটিকাপ’-এ অভিনয় করা সকলে।
প্রায় ১৩৭ জন অভিনয়শিল্পী দেখা গেছে এই সিরিজে।
আশফাক নিপুণ বললেন ‘সাবরিনা’র গল্প
২০২১ সালে ‘হইচই’ প্ল্যাটফর্মে ‘মহানগর’ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আশফাক নিপুণ। দর্শকের তাই অপেক্ষা ছিল এ বছর ‘মহানগর ২’ নিয়ে হাজির হবেন এই নির্মাতা।
কিন্তু সেই আশায় শেষ পর্যন্ত জল পড়ল।
তাই বলে কিন্তু একদম নিরাশ করেননি নিপুণ। ওয়েব সিরিজ ‘সাবরিনা’ দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।
যার মধ্য দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয় মেহজাবিন চৌধুরীর।
টেলিভিশন নাটকের মতো ওয়েব সিরিজেও অভিনয়ের মুন্সিয়ানার প্রমাণ দিয়েছেন মেহজাবিন। আর আশফাক নিপুণ যেন আরও পরিণত হচ্ছেন তার গল্প বলার ভঙ্গিতে।
‘সিন্ডিকেট’:
ক্রাইম থ্রিলার দিয়ে ভিন্ন এক প্রেম দেখালেন শিহাব শাহীন
টেলিভিশনে হিট পরিচালকদের একজন শিহাব শাহীন। মূলত তার রোমান্টিক ঘরানার গল্প দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছে। ওয়েব সিরিজেও তিনি প্রেম দেখালেন।
কিন্তু সেটি ক্রাইম থ্রিলারের মধ্য দিয়ে।
‘চরকি’তে এ বছর মুক্তি পায় ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। যেখানে দেখা যায়, এক ব্যাংকের ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয় ব্যাংক কর্মকর্তা জিশা। শুরুতে একে আত্মহত্যা ধরা হলেও জিশার প্রেমিক ও সহকর্মী আদনানের ধারণা খুন করা হয়েছে তার প্রেমিকাকে।
আরও পড়ুন: ওটা সত্যি অভিনয় ছিল না, ছিল মায়ের জন্য আবেগ: ‘কারাগার-২’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী
এই সিরিজের মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যায় আফরান নিশো, তুষি ও ফারিণকে।
ওটিটিতে এ বছর দ্যুতি ছড়ালেন নুহাশ হুমায়ূন
আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজ নিয়ে এরইমধ্যে পৌঁছে গেছেন পরিচালক নুহাশ হুমায়ূন। সেই সঙ্গে দেশেও এখন জনপ্রিয় নির্মাতাদের একজন।
যার নির্মাণের মুন্সিয়ানা বরাবরই মুগ্ধ করেছে দর্শককে। তার গল্প বলার ধরন তার উজ্জ্বল সম্ভাবনাকে বরারবরই ইঙ্গিত দেয়।
এ বছর চরকির পর্দায় ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নির্মিত হয়েছে নুহাশ হুমায়ূনের প্রথম ওয়েব সিরিজ ‘ষ’।
প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এটি।
সিরিজটি দেশের দর্শকের কাছে ব্যাপক সফলতার পর পাড়ি দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।
২০২৩ সালের ২৫ জানুয়ারি ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম’-এর ৫২তম আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’।
‘কাইজার’ –এ পরিণত হয়েছেন তানিম নূর
২০২১ সালে তানিম নূরের পরিচালনায় ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজটি বেশ আলোচনায় আসে। যার অন্যতম কারণ ছিল একই পর্দায় চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভর উপস্থিতি। কিন্তু মুক্তির পর কিছুটা হতাশ হতে হয়েছিল। বিগ কাস্টিং দিয়ে তিনি যেই আলোচনা তৈরি করেছিলেন সিরিজটি নির্মাণে তার ততটা চেষ্টার ত্রুটি ছিল বলে মনে হয়।
কিন্তু ২০২২ সালে ‘কাইজার’ দিয়ে পরিণত হলেন তিনি।
যদিও এখানে আফরান নিশো তার অভিনয় দিয়ে অধিকাংশ আকর্ষণ কেড়ে নিয়েছেন, তবুও গল্পটি নির্মাণে যত্নশীল ছিলেন তানিম নূর।
ভারতীয় প্লাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া এই গোয়েন্দা সিরিজে অভিনয় করেছেন আফরান নিশো, মোস্তাফিজুর নূর ইমরান, রিকিতা নন্দিনি শিমু, ইমতিয়াজ বর্ষণ, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার প্রমুখ।
অমিতাভ রেজা ‘বোধ’ কতটা জনপ্রিয় হলো?
‘আয়নাবাজি’র পর অমিতাভ রেজার প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গেছে দর্শকের। তার নতুন নির্মাণ মানে ভক্তদের কৌতুহলের শেষ নেই। তেমনটাই হয়েছিল এ বছরের শেষে ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘বোধ’ দিয়ে।
সিরিজটির মূল ভূমিকায় নতুন দুই মুখকে দেখা যায়।
আর গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেন আফজাল হোসেন। অমিতাভ তার সিরিজে বলতে চেয়েছেন দেশের ভুমিদস্যুদের গল্প।
তবে ঘটনার শেষ জানতে হলে অপেক্ষা করতে হবে সিরিজে দ্বিতীয় সিজন পর্যন্ত।
দুই বাংলায় ‘কারাগার’-এর বাজিমাত
নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি এখন ওটিটি প্ল্যাটফর্মের তুরুপে তাশ। বাংলাদেশের ওয়েব সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’।
যার দুটি সিজন এরইমধ্যে মুক্তি পেয়েছে।
প্রথম সিজন মুক্তির পর মূল চরিত্রে রহস্যময় চরিত্রে থাকা চঞ্চল চৌধুরীকে নিয়ে এক ধাঁধাঁ তৈরি করেন শাওকি।
দ্বিতীয় সিজন মুক্তির আগ পর্যন্ত সেটিই ছিল প্রধাণ আকর্ষন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ‘কারাগার ২’ দিয়ে সকল রহেস্যে জট খুললো।
চঞ্চল চৌধুরী ছাড়াও ‘কারাগার’ দিয়ে দর্শকের আকৃষ্ট করেছেন ইন্তেখাব দিনার। দীর্ঘ বিরতির পর ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে পুরোদমে ফিরে আসেন এই অভিনেতা।
আরও পড়ুন: কবে অনুষ্ঠিত হবে ব্যাচেলর পয়েন্ট চতুর্থ সিজনের শেষ পর্ব?
১ বছর আগে
শিল্পীদের শিডিউল হাতে থাকাই যেন নির্মাতাদের যোগ্যতা: সাগর জাহান
ক্যারিয়ারের সতেরো বছর টিভি নাটকে সময় দিয়েছেন নির্মাতা সাগর জাহান। যেখানে তার কাজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন বহুবার। এই ঈদে প্রচার তার একটি সাত পর্বের ধারাবাহিক ও দুটি একক নাটক।
সাত পর্বের ধারাবাহিক ‘উড়াল দেব আকাশে’। এতে অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষী আলম, তানজিক প্রমুখ।
বাংলাভিশনের পর্দায় ঈদের আগের দিন থেকে সাতদিন পর্যন্ত রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে। একক নাটক দুটি হলো ‘হাঙর’ ও ‘ভাই ভাই’। বাংলা টিভির ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ‘হাঙর’। এতে অভিনয় করেছেন- ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা ও পাভেল।
এছাড়া বাংলাভিশনের পর্দায় ঈদের চতুর্থ দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘ভাই ভাই’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, ফারিয়া শাহরিন, ইশতিয়াক আহমেদ রুমেল ও অনেকে।
আরও পড়ুন: তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
সময়ের সঙ্গে কাজের সংখ্যা অনেকটা কমিয়েছেন সাগর জাহান। ইন্ডাস্ট্রির পাল্টে যাওয়াটা অনেক ইতিবাচকের পাশাপাশি অনেক নেতিবাচক বিষয় এর কারণ বলে জানান নির্মাতা।
তিনি ইউএনবিকে বলেন, ‘বাজেট নিয়ে একটা সমস্যা সবসময় ছিল, এখনও আছে। এছাড়া এখন শিল্পীদের নিয়ে যে কাড়াকাড়ি সেটা ভালো লাগে না। শিল্পীদের শিডিউল হাতে থাকাই যেন নির্মাতাদের যোগ্যতা! এমনটাই দাঁড়িয়েছে।’
নাটকের নির্মাতাদের অনেকেই এখন ব্যস্ত ওয়েবের কাজ নিয়ে।
এ প্রসঙ্গে সাগর জাহান বলেন, ‘আমি সবসময় চেয়েছিলাম নাটকটা আঁকড়ে ধরে থাকতে। এখনও চাই। এতে হয়তো কাজের পরিমাণটা কমছে। তবে ওয়েবে কাজ শুরু করতে হচ্ছে। ঈদের পরে হয়তো এ নিয়ে পরিকল্পনা করব।’
আরও পড়ুন: এবার ঈদে আফরান নিশোর যে নাটকগুলো আসছে
৪ বছর পর ঈদে সালাউদ্দিন লাভলু ও মাসুম রেজার নাটক
২ বছর আগে
আন্তর্জাতিক অঙ্গনে কাজগুলো এত সাড়া পাবে, ভাবতেও পারিনি: মাবরুর রশীদ বান্নাহ
নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এরইমধ্যে তার কাজ দিয়ে দর্শকদের মধ্যে ভালো সাড়া পাচ্ছেন। গল্প ভাবনার ক্ষেত্রে নিজের ভিন্নতার ছাপ রাখার চেষ্টাও তার বরাবরের মতো থাকে। আর তাই কাজের স্বীকৃতি হিসেবেও পেয়েছেন বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার।জনপ্রিয় এই নির্মাতার সফলতার মুকুটে যোগ হলো নতুন দুটি আন্তর্জাতিক স্বীকৃতি। গত বছর ডিসেম্বরে ভারতের মহারাষ্ট্রে আয়োজিত হয় ‘নেক্সজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং ‘প্যারাডক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই দুই উৎসবে পুরস্কার পায় মাবরুর রশীদ বান্নাহর ‘আশ্রয়’, ‘মায়ের ডাক’ ও ‘সুইপার ম্যান’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।‘নেক্সজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘আশ্রয়’ ৫ ক্যাটাগরিতে ৭টি পুরস্কার জিতে নেয়। এছাড়াও ‘মায়ের ডাক’ পুরস্কার পায় ৫ ক্যাটাগরিতে ৭ টি। আর ‘সুইপার ম্যান’ ৫ ক্যাটাগরিতে ৫ টি পুরুস্কার পায়।অন্যদিকে ‘প্যারাডক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘আশ্রয়’ ৩ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় ৩টি। ‘মায়ের ডাক’ ৩টি ক্যাটাগরিতে পায় ৪টি এবং ‘সুইপার ম্যান’ ২ ক্যাটাগরিতে জিতে নেয় ২টি পুরস্কার।
দুই ফিল্ম ফেস্টিভ্যালে সারা পৃথিবী থেকে প্রতিযোগিতার জন্য প্রায় এক হাজারের বেশি ফিল্ম জমা পড়ে। তার মধ্যে তিনটি চলচ্চিত্র এই ২টি ফেস্টিভ্যালে ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। আর এতে বেশ উচ্ছ্বসিত নির্মাতা।
আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
তিনি ইউএনবিকে বলেন, ‘খুব আনন্দ লাগছে। খানিকটা অবাকও হয়েছি। কারণ এতটা সাড়া চিন্তাও করতে পারিনি। অনলাইনেই সিনেমাগুলো সাবমিট করেছিলাম। কিন্তু ভাবতেও পারিনি এমন দুটি উৎসবে আমার কাজগুলো স্বীকৃতি নিয়ে আসবে। ভাবতে পারিনি চেনা নেই, জানা নেই বিদেশিরা আমাদের কাজ দেখে ভূয়সী প্রশংসা করে স্বীকৃতির বন্যা বইয়ে দেবে! আন্তর্জাতিক অঙ্গনে কাজগুলোর এতটা সাড়া ভাবতেও পারিনি।’মাবরুর রশীদ বান্নাহ আরও জানান, গত বছর ডিসেম্বরে অনুষ্ঠানে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মহামারির কারণে সেখানে তার উপস্থিত হওয়া হয়নি। তবে তার অর্জন ঘরে এসে পৌঁছেছে সম্প্রতি। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো স্বীকৃতি গত ২৪ ফেব্রুয়ারি বান্নাহর হাতে এসে পৌঁছায়।পুরস্কার প্রসঙ্গে বান্নাহ আরও বলেন, ‘কাজের স্বীকৃতি সবসময় অনুপ্রেরণা জোগায়। আমার ধন্যবাদের লিস্ট অনেক বিশাল হবে। আমাকে যিনি এক প্রকার জোর করে ঠেলে ঠেলে ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিটে পাঠাচ্ছেন সেই অমর ব্যানার্জি। সম্মানিত জুরি বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা। আমি আমার কাজের স্বীকৃতিগুলোকে উৎসর্গ করতে চাই বাংলাদেশের সকল ফিল্ম এক্টিভিস্ট, ফিল্ম লাভার ও দর্শকদের উদ্দেশ্যে।
আরও পড়ুন: বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন মৌসুমী
‘নাসেক নাসেক’ গান দিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজন শুরু
২ বছর আগে
থটস অফ শামস: মজার সব চরিত্রে এককভাবে অভিনয়কারী প্রতিভাবান কন্টেন্ট নির্মাতা
সোশ্যাল মিডিয়াগুলোতে অভিনব ও ফ্রেশ কন্টেন্ট নির্মাণ বাংলাদেশে নতুন নয়। কিন্তু এর উপর ভিত্তি করে ক্যারিয়ার গঠনের ধারণাটি একই সাথে চমকপ্রদ ও সম্ভাব্যতার প্রশ্নের যোগান দিচ্ছে। তাই বিশ্বমানের এই ক্যারিয়ারের সাথে বাংলাদেশ কেবল মানিয়ে নিতে শুরু করেছে। তরুণ প্রজন্মের অনেকেই ইউটিউব ও ফেসবুকে কন্টেন্ট নির্মাণের মাধ্যমে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে। থটস অফ শামস তেমনি একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ, যেটি মজার সব ভিডিওর মাধ্যমে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
আজকের ফিচারটি এই থটস অফ শামসকে কেন্দ্র করেই।
বাংলাদেশি নারী ইউটিউবার শামস-এর ব্যক্তি জীবন
থটস অফ শামস-এর নেপথ্যের মানুষটি সবার নিকট শামস নামেই পরিচিত; পুরো নাম শামস আফরোজ চৌধুরী। কাছের প্রিয়জনরা তাকে প্রভা নামে ডাকে।
আরও পড়ুন: হৈচৈ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম: বিশ্বজুড়ে বাঙালির কোটি প্রাণের স্পন্দন
কুমিল্লার মেয়ে শামস ২০০৯-এ এইচএসসি’তে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বিবিএ’তে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এখানে গ্রাজুয়েশন শেষ করে ২০১৩ সালে একটি বেসরকারি ব্যাংকে যোগ দেন ইন্টার্নীর জন্য।
২০১৮তে এই মেধাবী ছাত্রী এমবিএ সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনের শুরুতে শামস একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন।
কন্টেন্ট নির্মাণ এবং দাম্পত্য জীবন একসাথে শুরু হলেও দুটোর কোনটাই পরস্পরের জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়নি শামসের ক্ষেত্রে।
আরও পড়ুন: রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
শামসের কন্টেন্ট নির্মাতা হয়ে ওঠার গল্প
এমবিএ চলাকালে বিসিএস ও ব্যাংকে চাকরীর জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন শামস। একের পর এক জবের জন্য আবেদনের পরেও কোথাও থেকে আশানুরূপ কোন সাড়া আসছিলো না। বরং প্রতিটি ইন্টারভিউ থেকে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছিলো।
বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে কর্মরত অবস্থায় নিজের কাজের সঠিক মূল্যায়ন পাচ্ছিলেন না। এভাবে বাংলাদেশের চাকরীর চিরাচরিত দৌরাত্ম্যে জড়িয়ে গিয়ে ক্যারিয়ার নিয়ে বেশ হতাশায় পড়ে যান শামস।
২০১৭ এর ২৩ আগষ্ট থটস অফ শামস নামে ফেসবুক পেজ তৈরি করে সেখানে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে লেখালেখি শুরু করেন। একদিন হঠাৎ চিন্তা আসে যে, লেখা কন্টেন্টগুলো নিয়ে ভিডিও বানালে কেমন হয়! এই ভাবনা থেকেই নিজের লেখা কন্টেন্টগুলোতে দারুণ হাস্যরস মিশিয়ে ভিডিও বানাতে শুরু করে দেন। ২০১৮ সালের ২২ জানুয়ারি থটস অফ শামস টাইটেল দিয়ে খুলে ফেলেন একটি ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন: ঈদুল আজহার শীর্ষ ১০ জনপ্রিয় বাংলা নাটক
শামস বর্তমানে ৪৩০ হাজার গ্রাহকের ইউটিউব চ্যানেল এবং ২.৩ মিলিয়ন ফলোয়ার-এর ফেসবুক পেজ-এর মালিক।
৩ বছর আগে
করোনায় নির্মাতা, অভিনেতা স্বপন সিদ্দিকীর মৃত্যু
বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রামার, নাট্য পরিচালক ও অভিনেতা স্বপন সিদ্দিকী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
৪ বছর আগে