শ্বাসকষ্ট জনিত সমস্যায় দেখা দিলে এ অভিনেতাকে বৃহস্পতিবার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করার পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নিয়ে যাওয়া হয়।
পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা ওমর সানী, নাট্যকার মাসুম রেজা এবং আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।
কোভিড-১৯ পজেটেভ হওয়ার আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাকিম গুরুতর অসুস্থ ছিলেন।
অভিনেতার স্ত্রী এবং চিত্রনাট্যকার ও নাট্যকার জিনাত হাকিম, তাদের ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনা পজিটিভ। তবে তাদের অবস্থা স্থিতিশীল হওয়ায় তারা বাড়িতেই থেকেই চিকিৎসা নিচ্ছেন।
১৯৫৯ সালের ১৫ মে কুমিল্লায় জন্ম নেয়া হাকিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন।
তিনি ১৯৭৭ সালে থিয়েটার গ্রুপ ‘আরণ্যক’ কাজ করার মধ্য দিয়ে নাট্যজীবনের সূচনা করেছিলেন। তার প্রথম অভিনীত থিয়েটার নাটকটি ছিল 'ওরা কদম আলী’।
তিনি ১৯৮১ সালে বিটিভির ‘এখানে নোঙর’ নাটক দিয়ে টিভিতে অভিনয় শুরু করেন। টেলিভিশনে নাটক যা হরিয়ে যায় এবং পাথর, জল পড়ে পাতা নড়ে (২০০৫) নামের মঞ্চ নাটক দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। টেলিভিশনে তার প্রধান ও প্রথম সিরিয়াল নাটক চিত্রনাট্য লিখেছেন তার স্ত্রী জিনাত।
কিংবদন্তি সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মুস্তাফিজুর রহমান পরিচালনা ছায়াছবি শঙ্খনীল কারাগারে (১৯৯২) দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন হাকিম।