অস্ট্রেলিয়ার বিখ্যাত লেখক ড্যারেন কিথ রাসেলের লেখা ‘ডেমো সা’মাস নোটরাইস’ আত্নজীবনীমূলক গল্প থেকে নেটফ্লিক্সের ওয়েব সিরিজের জন্য ৩০ পর্বের চিত্রনাট্য লেখবেন তিনি।
সিরিজটি ওটিটি প্লাটফর্ম ও প্রোডাকশন কোম্পানি নেটফ্লিক্সে প্রকাশ করা হবে।
প্রথম পাঁচ পর্ব বাংলাদেশ থেকে লেখলেও পরবর্তী ২৫ পর্ব লেখার জন্য অস্ট্রেলিয়াতে যেতে হবে মেঘকে।
আরও পড়ুন: জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘দ্য কার্গিল গার্ল’ শিগগিরই আসছে নেটফ্লিক্সে!
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ড্যারেন কিথ রাসেল এক সময় অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে চাকরি করতেন এবং পরবর্তীতে তিনি মাইনিং কোম্পানিতে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তার বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা গল্প থেকে ৩০ পর্বের এই ওয়েব সিরিজটি নির্মিত হবে নেটফ্লিক্সের দর্শকদের জন্য। সিরিজটিতে পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত মাইনিং প্রতিষ্ঠান ভিএলআই ড্রিলিং ও মাস্টারমায়েন পিটিওয়াই লিমিটেড। সিরিজটির অধিকাংশ শ্যুটিং হবে এই দুটি খনিতে।
মেঘ জানান, এখন বিশ্বব্যাপী ওটিটি প্লাটফর্মের জয়জয়কার। তারই ধারাবাহিকতায় তিনি নেটফ্লিক্সের ওয়েব সিরিজের চিত্রনাট্যকার হিসেবে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, প্রথম পাঁচ পর্বের সম্মানীও তিনি পেয়েছেন বলে উল্লেখ করেন।
মেঘ আরও জানান, হলিউডের একটি চলচ্চিত্রের জন্য তিনি জার্মান প্রযোজকের চিত্রনাট্যকার হিসেবেও কাজ করছেন।
আরও পড়ুন: হোম কোয়ারেন্টাইনে থেকে দেখে নিতে পারেন নেটফ্লিক্সের সর্বশেষ সিরিজগুলো
সিনেমাটিতে ফুটে উঠবে ১৯৭১ সালের বরিশালের মুক্তিযুদ্ধ ও নোবেল পুরস্কার জয়ী সামাজিক প্রতিষ্ঠান রেডক্রিসেন্টের অবদান। সিনেমাটির একটি অংশের শ্যুটিং বরিশালে হওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।
মেঘ আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান সিনেম্যাকিংয়ের সত্ত্বাধিকারী ও সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক।