তাহসান
আসছে তাহসান-মিথিলার ওয়েব সিরিজ ‘বাজি’
স্বতঃস্ফূর্ত অভিনয়শৈলীর দৌলতে বর্তমান এপার ও ওপার বাংলার শোবিজ অঙ্গনে একটি সুপরিচিত মুখ রাফিয়াথ রশিদ মিথিলা। বিনোদন জগতের বিভিন্ন বিভাগে নিজের সমৃদ্ধ ছাপ রেখে বর্তমানে তিনি একজন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী। অপরদিকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় একটি নাম তাহসান রহমান খান। স্বতন্ত্র অভিনয় ধারায় নিজের একটি স্বাধীন ক্ষেত্র তৈরি করেছেন রোমান্টিক ঘরানার নাট্যজগতে। নিজেদের এই প্রতিভাগুলোর দারুণ মেলবন্ধনে ছোট পর্দার ভেতরে ও বাইরে সমান জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছিলেন তাহসান-মিথিলা। তবে বিবাহ বিচ্ছেদের পর থেকে তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি। অবশেষে ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার একত্রিত হয়েছেন এই প্রাক্তন তারকা দম্পতি। চলুন, সদ্য নির্মিত এই ওয়েব সিরিজটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
‘বাজি’ নির্মাণের অভিনয়শিল্পী ও কলাকুশলী
তাহসান-মিথিলা জুটির ছাড়াও ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, তাসনুভা তিশা, মিম মানতাশা, পার্থ শেখ, শাহাদাত হোসেন এবং আবরার আতহারসহ আরও অনেকে।
ওয়েব কন্টেন্টটি পরিচালনার মধ্য দিয়ে ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম চরকির সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন নব নির্মাতা আরিফুর রহমান। এর আগে তিনি নির্দেশনা দিয়েছিলেন ‘স্কুটি’ নামের একটি ওয়েব সিরিজে। তাছাড়া তার হাতে চরকির আরও একটি কাজ রয়েছে ‘জুঁই’ নামে, যেটি মুলত ‘চরকি মিনিস্ট্রি অফ লাভ’ এর একটি ওয়েব ফিল্ম।
‘বাজি’র কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ভারতের আদিত্য সেন গুপ্ত এবং বাংলাদেশের হাসানাত।
আরও পড়ুন: ঈদুল আজহা ২০২৪ এ মুক্তির অপেক্ষায় কিছু চমকপ্রদ বাংলা নাটক
‘বাজি’ ওয়েব সিরিজের গল্প
৭ পর্বের এই সিরিজের গল্পের পটভূমিতে রয়েছে ক্রিকেট ম্যাচের উপর বাজি ধরা। এই বাজি সংক্রান্ত নানা সমস্যা বিভিন্নভাবে প্রভাবিত করে খেলার সঙ্গে জড়িত থাকা মানুষগুলোর জীবনকে। এই আবহ নিয়ে সাসপেন্স ও থ্রিলারের সন্নিবেশে দারুণ এক নাটকীয় পরিবেশন হতে যাচ্ছে ‘বাজি’। এর মাধ্যমে দর্শকদের সামনে উঠে আসবে ক্রিকেটের নানা অজানা গল্প। সেই সঙ্গে এটিই হতে যাচ্ছে ক্রিকেট নিয়ে বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ।
‘বাজি’তে মিথিলা ও তাহসানের ভূমিকা
ওটিটি মাধ্যমে মিথিলা ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। ‘একাত্তর’, ‘মন্টু পাইলট ২’, এমনকি চরকির ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ বিচিত্র রূপে হাজির হয়েছেন এই মেধাবী অভিনেত্রী। এবার ‘বাজি’তে তিনি আবির্ভূত হবেন একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে।
অন্যদিকে টিভি নাটকে আনাগোনাটা বেশি থাকলেও প্রথমবারের মতো ওটিটিতে অভিষেক ঘটছে তাহসানের। এর মাধ্যমে আড়াই বছরের বিরতির পর তাহসান অভিনয়ে ফিরছেন। এখানে তাকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়।
আরও পড়ুন: ঈদুল আজহা ২০২৪ এ বাংলাদেশি যেসব সিনেমা মুক্তির অপেক্ষায়
চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করতে হয়েছে এই সঙ্গীতশিল্পীকে। ফ্লাড লাইটের আলোয় আলোকিত মাঠে কোন রূপ স্টান্ট ডাবল না নিয়ে নিজেই খেলেছেন ক্রিকেট। একটা ছক্কা হাকাতেই খেলেছেন ২০টা বল।
মিথিলা-তাহসানের জুটি নিয়ে বেশ হাইপ থাকলেও ৭ পর্বের এই সিরিজে শুধুমাত্র একটি দৃশ্যে তাদেরকে একসঙ্গে দেখা যাবে।
৪ মাস আগে
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন যাত্রায় তাহসান
বিশ্বব্যাপী তরুণদের জন্য স্মার্ট এক্সেসরিজ প্রতিষ্ঠান ওরাইমোর ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় তারকা তাহসান খান।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ডিলারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাহসানের সঙ্গে ওরাইমোর নতুন এই যাত্রার ঘোষণা দেওয়া হয়।
এ সময় ওরাইমোর ব্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান ছাড়াও উপস্থিত ছিলেন ওরাইমোর গ্লোবাল ব্র্যান্ড ডিরেক্টর জয়ী জিং ই, ওভারসিস সেলস ডিরেক্টর জাস্টিন ই, কান্ট্রি ম্যানেজার তানবীর মজুমদারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামীতে বাংলাদেশে ওরাইমোর যেসব স্মার্ট এক্সেসরিজ ডিভাইস যেমন টিডব্লিউএস, স্মার্টওয়াচ, হেডফোন, ট্রিমার, চার্জার পাওয়া যাবে এসব পণ্যের সঙ্গে ক্রেতা ও ভক্ত-শ্রোতারা তাহসান খানকে দেখতে পাবেন। নতুন এই যাত্রায় ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন জনপ্রিয় এই তারকা।
আরও পড়ুন ঢাকায় দুই দিনব্যাপী লাতিন আমেরিকান কার্নিভাল
সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ' ওরাইমো বিশ্বব্যাপী তরুণদের কাছে একটি জনপ্রিয় নাম। এ ধরনের একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি সত্যি দারুণভাবে আশাবাদী যে, ওরাইমোর সঙ্গে আমার এই যাত্রা নতুন অভিজ্ঞতা এনে দেবে।'
ওরাইমোর কান্ট্রি ম্যানেজার তানবীর মজুমদার বলেন, 'আমরা খুবই আনন্দিত যে, জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ও ওরাইমো আগামীতে এক হয়ে কাজ করবে। তাহসান খানের মতো প্রতিভাবান শিল্পীর অগণিত ভক্ত ও দর্শক রয়েছে, যাদের মাধ্যমে ওরাইমোকে চিনবে তরুণরা। আমরা আশাকরি তার সঙ্গে ওরাইমোর যাত্রা হবে আনন্দদায়ক।'
আরও পড়ুন- আম্বানিপুত্রের রাজকীয় বিবাহ-পূর্ব অনুষ্ঠানে দেশি-বিদেশি তারকা ও খ্যাতিমান ব্যক্তিত্বদের মিলনমেলা
৭ মাস আগে
লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান
রাজধানী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরে যাওয়া কাপর কেনার জন্য আহ্বান জানায় দাতব্য সংস্থা বিদ্যানন্দ। তাদের সেই আহ্বানে সাড়া দেন গায়ক ও অভিনেতা তাহসান খান।
বুধবার (৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিদ্যানন্দ।
আরও পড়ুন: নিপুণকে চিঠির জবাব দিলেন জায়েদ খান
পোস্টে লেখা হয়, জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গির একটা কিনেছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।
অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।
নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে।
আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।
তাহসান ছাড়াও শোবিজের অনেক তারকা নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন।
শুধু তাই নয় সাধারণ মানুষরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
এদিকে, বঙ্গবাজারের এই অগ্নিকাণ্ডে ছয়টি মার্কেটের পাঁচ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’
জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
১ বছর আগে
তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ মুক্তি পেতে যাচ্ছে ৪ জুন (শনিবার) রাত ৮টায় আরটিভিপ্লাসে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর ব্যানারে সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর গল্প ও পরিচালনায় মানি মেশিন এর শুটিং শেষ হয় গত বছরের শেষ দিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান।‘মানি মেশিন’-এ অভিনয় করেছেন- তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ।
ওয়েবফিল্ম মানি মেশিন এর প্রযোজক ও আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ইউএনবিকে বলেন, ‘ওয়েবফিল্মটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে আশা করি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কাজটি খুব যত্ম নিয়ে কাজটি করেছেন। তাহসান ও তিশাসহ অভিনয়শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন।’অন্যদিকে,পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘চেষ্টা করেছি ভিন্নভাবে নির্মাণ করার। অনেকদিন ধরেই মুক্তির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সময় নির্ধারণ হলো। তাহসান-তিশা জুটি ছোটপর্দায় বেশ জনপ্রিয়। আশা করি ওয়েবফিল্মেও দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’
আরও পড়ুন: সিয়াম আহমেদ এবার বলিউডে
সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
২ বছর আগে
ঈদুল ফিতরের নাটক ২০২২: ছোট পর্দার যে তারকারা দর্শকনন্দিত হবার অপেক্ষায়
ঈদুল ফিতরের নাটক মানেই যে শুধু কমেডি গল্প, তা নয়। ২০২২ এর ঈদ উৎসবে ছোট পর্দার পরিচিত মুখগুলো এবার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন কিছুটা ভিন্ন রূপে। বরাবরের মত রোমান্টিক কমেডি ধারার আধিক্য থাকলেও পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে নাটকগুলোতে। সেই পালাবদলকে সাধুবাদ জানিয়ে নিজেদের সেরা নৈপুণ্য দেখাতে প্রস্তুতি নিচ্ছেন প্রথম সারির অভিনয় শিল্পীরা। ইতোমধ্যে তাদের নাটকগুলোর ট্রেইলার ভক্তদের কৌতূহলের খোরাক যোগাচ্ছে। ২০২২ এর ঈদ উৎসবে বহু প্রতীক্ষিত নাটকগুলোর তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের ফিচারটি।
বহু প্রত্যাশিত কয়েকটি ঈদুল ফিতরের নাটক
হেল্প মি। নিশো, মেহজাবিন
রোমান্টিক-কমেডি নাটক নির্মাণে বেশ জনপ্রিয় একটি নাম কাজল আরেফিন অমি। তিনিই এবার নিশো-মেহজাবিনের ভক্তদের জন্য উপহার দিতে চলেছেন এই রহস্য নির্ভর নাটকটি। দারুণ সিনেমাটোগ্রাফি সম্পন্ন নাটকটিতে আরও অভিনয় করেছেন কাজী আসিফ রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মাসুদুল হাসান। নাটকটি দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: ছেলের বাবা হলেন সিয়াম
আমি কেন। অপূর্ব, তাসনিয়া ফারিন
নাট্য পরিচালক মেহেদী হাসান জনি এ সময়ের ব্যস্ততম নির্মাতাদের একজন। তার চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকটি ইতোমধ্যে অনেক প্রত্যাশা জন্ম দিয়েছে সম্পূর্ণ কমেডি নাটকের ভক্তদের মধ্যে। এর গল্প লিখেছেন মাসুম রেজওয়ান। নাটকটি সম্প্রচারিত হবে এনটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ১১টা ১০ মিনিটে।
আদার হাফ। তাহসান, মিম
প্রতি ঈদের মত এবারেও তাহসানের আনাগোনা থাকছে নাটকগুলোতে। তার সঙ্গে লাক্স তারকা বিদ্যা সিনহা মিম জুটি বাঁধছেন আদার হাফ নামের নাটকটিতে। মোসাব্বের হোসেন মুয়িদের গল্পে দারুণ কমেডি ও রোমান্সে ভরপুর নাটকটির পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকটি দেখা যাবে এনটিভিতে ঈদের তৃতীয় দিন সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে।
আরও পড়ুন: জয়া আক্তারের দি আর্চিস : অমিতাভের নাতি, শ্রীদেবী কন্যা, শাহরুখ কন্যা আসছেন রুপালি পর্দায়
ওয়েডিং ক্র্যাশ। মুশফিক ফারহান, তানজিন তিশা
এবারের ঈদে প্রথমবারের মত তানজিন তিশার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন প্রাক্তন রেডিও জকি ও এ সময়ের উদীয়মান তারকা মুশফিক আর ফারহান। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির নির্দেশা দিয়েছেন জাকারিয়া সৌখিন। রোমান্টিক নাটকটি উপভোগ করতে হলে চোখ রাখতে হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
ঝুঁকির মধ্যে আছি। মোশাররফ করিম,সালহা খানম নাদিয়া
ঈদের কমেডি নাটক মানেই মোশাররফ করিমের দম ফাটানো মজার মজার সংলাপ। সেই হাস্যরস ও সমাজের সাথে সঙ্গতিপূর্ণ একটি বার্তা সংযুক্ত করে এই নাটকটির গল্প লিখেছেন জুয়েল এলিন। নাটকটির নির্দেশনায় আছেন শাম্স করিম। ঈদের চতুর্থ দিন রাত ৯টা ২৫ মিনিটে নাটকটি সম্প্রচারিত হবে বাংলাভিশনের পর্দায়।
আরও পড়ুন: ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মাজনুন মিজান
ঘুণ। মেহজাবিন, খায়রুল বাশার
আরটিভির ঈদ আয়োজনের সঙ্গে এবার যুক্ত হয়েছে ভিকি জাহেদের ঘুণ নাটকটি। বর্তমান সময়ের তথাকথিত মুলধারার বাইরে গিয়ে নাটক নির্মাণে বেশ ভালোভাবে নিজেকে পরিচিত করে তুলেছেন এই তরুণ নির্মাতা। বিদ্রোহী দিপনের নজরকাড়া সিনেমাটোগ্রাফিতে এবারের ঈদের বিশেষ আকর্ষণ থাকবে এই থ্রিলারধর্মী নাটকটি।
ব্যাচেলর রমজান। ব্যাচেলর পয়েন্ট তারকারা
কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটি বেশ আগেই দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সেই সূত্রে, মিশু সাব্বির, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, ও চাষী আলমের সঙ্গে ব্যাচেলর পয়েন্টের সব তারকাদের এবার দেখা যাবে ব্যাচেলর রমজানে। নাট্য নির্দেশক অপরিবর্তিত থাকলেও নাটকটির গল্প হবে একদম নতুন। নাটকটি দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
দি কিডন্যাপার। নিশো, সাবিলা নুর
নিশোর বৈচিত্র্যপূর্ণ অভিনয়ে রীতিমত অভ্যস্ত হতে শুরু করেছেন তার ভক্তরা। কাজল আরেফিন অমির নির্দেশনায় তেমনি আরেকটি নাটক দি কিডন্যাপার। নিশো, সাবিলা নুর ছাড়াও এখানে থাকছেন মিরাক্কেল খ্যাত পাভেল। সুলতান ইন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে সিনেমার আদলে তৈরি এই নাটকটি।
শুরুটা সুন্দর। তৌসিফ, তাসনিয়া ফারিন
দর্শকনন্দিত নাট্য নির্দেশক মিজানুর রহমান আরিয়ান প্রতি ঈদেই দারুণ কিছু নাটক উপহার দেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এই নাটকে সমাজ জীবনে চিরায়ত এক জটিলতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে অভাবনীয় এক সমাধানের বার্তা দিয়ে। ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি দেখানো হবে চ্যানেল আইয়ের পর্দায়।
আরও পড়ুন: রুদ্র দ্য এইজ অব ডার্কনেস: ওটিটি প্ল্যাটফর্মে সুপারস্টার অজয় দেবগন
মিম্মি। মেহজাবিন, ইয়াশ রোহান
অভিনয়ের ক্যারিয়ারের এক যুগ সময়ে এসে ভিন্ন ভিন্ন রুপে ক্যামেরা পর্দায় আবির্ভূত হচ্ছেন মেধাবী অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মিম্মিতেও দেখা যাবে তার প্রতিফলন। নাট্য নির্মাতা শিহাব শাহীনের এই নাটকে মেহজাবিনকে দেখা যাবে ইয়াশ রোহানের মায়ের ভূমিকায়। বাবার চরিত্রে থাকবেন নাট্যপাড়ার সুপরিচিত মুখ শাহেদ শরীফ খান। নাটকটি দেখতে হলে চোখ রাখতে হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
শেষাংশ
এই ঈদুল ফিতরের নাটকগুলো শুধুমাত্র নির্মল আনন্দের জন্য নয়। এগুলোর উপর নির্ভর করে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নাটকের পরিবর্তনের ধারা। চ্যানেলের সঙ্গে সঙ্গে মানহীন নাটকের আধিক্য অচিরেই টিভি বিমুখ করে ফেলে দর্শকদের। কিন্তু সত্যিকারের ভিন্ন গল্পের মান সম্মত পরিবেশনায় ভালো নাটক নির্মাণগুলো চর্চায় পরিণত হতে পারে। ফলশ্রুতিতে, তথাকথিত রোমান্টিক কমেডি ছাড়াও থ্রিলার, রহস্য এমনকি ভূতুড়ে গল্পের মাধ্যমেও দর্শকদের মনে অবিস্মরণীয় হয়ে থাকতে পারে বাংলা নাটক।
আরও পড়ুন: কেজিএফ চ্যাপ্টার ২: মুক্তির প্রথম সপ্তাহেই ব্যয়বহুল কন্নড় চলচ্চিত্রের বাজিমাত
২ বছর আগে
ভেসুলে দর্শক পছন্দে সেরা ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ভাষার চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’ ভেসুল উৎসবে দর্শক পছন্দের (ফিকশন ফিল্ম দর্শক) সেরা পুরস্কার জিতেছে। মঙ্গলবার ফ্রান্সে এশিয়ান সিনেমার ২৮তম ভেসুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।
বুধবার ফ্রান্স থেকে ফারুকী তার ফেসবুক পেজে খবরটি শেয়ার করেছেন।
ফারুকী লিখেছেন, ‘নো ল্যান্ডস ম্যান’ আমার কাছে খুব স্পেশাল। আজ রাতে এই বিশেষ ফিল্মটি ভেসুল চলচ্চিত্র উৎসবে দর্শক পছন্দের সেরা পুরস্কার জিতেছে।
আরও পড়ুন: লতা মঙ্গেশকর: ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে ঢালিউডেও শোকের ছায়া
গত শনিবার এই উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’-এর প্রথম স্ক্রিনিং অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন পরিবেশে তৃতীয় বিশ্বের মানুষের অস্তিত্বের সংকট।
জনপ্রিয় বাংলাদেশি গায়ক-অভিনেতা তাহসান খান, অস্ট্রেলিয়ার নবাগত মেগান মিচেল ও ভারতের ইশা চোপড়া, বিক্রম কোচার ও কিরণ খোঁজে ছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রশংসিত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
সিনেমার সঙ্গীত প্রযোজনা করেছেন বিখ্যাত ভারতীয় সুরকার এ আর রহমান।
ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শ্রীহরি সাঠে, নওয়াজউদ্দিন সিদ্দিকী, এ আর রহমান ও ফরিদুর রেজা সাগর।
আরও পড়ুন: 'নাকফুল' সিনেমায় রোশান-পূজা
২ বছর আগে
গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা ও ফারিয়া
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।
মামলাটি ধানমন্ডি থানায় ৪ তারিখে হলেও বৃহস্পতিবার রাতে জানাজানি হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ইউএনবিকে জানান,গত ৪ ডিসেম্বর আদালতে একটি পিটিশন করেন সাদ স্যাম নামের ইভ্যালির একজন গ্রাহক। শুনানির পর আদালত ধানমণ্ডি থানাকে ওই গ্রাহকের পিটিশনটিকে এফআইআর (এজাহার) হিসেবে নিয়ে মামলা রুজু করে এ বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
ওসি আরও জানান,তারা মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ইভ্যালি’র এমডি’র বিরুদ্ধে বরিশালে চেক প্রতারণার ৩ মামলা
এক প্রশ্নের উত্তরে ওসি আর জানান, তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হতে পারে।মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার হওয়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।মামলার এজাহার সূত্রে জানা গেছে, তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি ও তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে সাদ স্যাম তিন লাখ ১৮ হাজার টাকা ইভ্যালিতে বিনিয়োগ করেন। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
জানা যায়, গায়ক-অভিনেতা তাহসান খান ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর রাফিয়াত রশিদ মিথিলা ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইল শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়াও প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন শবনম ফারিয়া।
আরও পড়ুন: ইভ্যালি পরিচালনায় বিচারপতি মানিককে প্রধান করে ৫ সদস্যের বোর্ড
ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা
২ বছর আগে
বড় পর্দায় তাহসান-বাঁধন জুটির ‘অ্যা ব্লেসড ম্যান’
দর্শকদের চাহিদা ও গল্পের চরিত্র অনুযায়ী চলচ্চিত্র নির্মাতাগণ বিভিন্ন ভাবে সাজিয়ে থাকেন তাদের সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের সন্নিবেশ। কখনও মূল চরিত্রে নতুন নায়ক-নায়িকা দিয়ে চমকে দেন দর্শকদের। আবার কখনও একসাথে জোট বাঁধেননি এমন সংবেদনশীল তারকাদের ছবির শ্রেষ্ঠাংশে এনেও হৈচৈ ফেলে দেন। ঠিক এমনটাই হতে যাচ্ছে ‘অ্যা ব্লেসড ম্যান’ শিরোনামের সিনেমাটির বেলায়। প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে তাহসান-বাঁধন জুটিকে। চলুন, চলচ্চিত্রটির ব্যাপারে কিছু তথ্য জেনে নেয়া যাক।
মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘অ্যা ব্লেসড ম্যান’
আধুনিক রূপকথার কাহিনীকে উপজীব্য করে এগিয়ে যাবে সিনেমাটির চিত্রনাট্য। এই আলোকে দর্শককে উৎকন্ঠায় ভরিয়ে দিতে নাটকীয় ভঙ্গিমায় সংযোজন ঘটবে কিছু মনস্তাত্ত্বিক উপকরণ। সর্বসাকূল্যে শেষ দৃশ্য পরিবেশনের পরেও রেশ রেখে যাবার উদ্দেশ্য নিয়ে অতিযত্নে বোনা হয়েছে এই সিনেমার গল্প।
আরও পড়ুন: ‘জয় ভীম’: হলিউডকে পেছনে ফেলে আইএমডিবি রেটিং-এ শীর্ষে প্রথম ভারতীয় চলচ্চিত্র
অ্যা ব্লেসড ম্যান সৃষ্টির নেপথ্যে যারা
ধরাবাঁধা বাংলা সিনেমার গন্ডি পেরিয়ে ‘দ্যা লাস্ট ঠাকুর’ নামের জনপ্রিয় চলচ্চিত্রটি নির্মিত হয়েছিলো ২০০৮ সালে। তার প্রায় এক যুগ পর দ্বিতীয়বার পরিচালনায় নামছেন ২০১৮ এর ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ ডকু চলচ্চিত্রের চিত্রগ্রাহক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র নির্দেশক সাদিক আহমেদ। তিনি সিনেমা বানানোর কাজ শুরু করেন শর্টফিল্ম ‘তাঞ্জু মিঞা’ নির্মাণের মাধ্যমে ২০০৬ সালে।
‘অ্যা ব্লেসড ম্যান’-এর প্রযোজনায় থাকছে অ্যাপল বক্স। ২০২২ এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছবিটি শ্যূটিং-এর সেটে যাবে। অবশ্য গত দুই মাস ধরে অভিনেতা-অভিনেত্রীদের মাঝে চলছে তাদের নিজ নিজ ভূমিকার অনুশীলন। কারণ সাদিকের প্রথম ছবির মতই এটাও অন্যান্য আর দশটা বাংলা সিনেমা থেকে আলাদা। ছবিটির নায়ক সঙ্গীতশিল্পী তাহসানের ভাষায়, ‘বাংলা সিনেমা অনেকভাবে আমরা দেখেছি, কিন্তু সাদিক আহমেদের দেখার ভঙ্গিমা একেবারে আলাদা’।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটি ও তাসকিনের অ্যাকশন থ্রিলার ‘শান’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর
চিত্রনায়িকা বাঁধন অ্যাপল বক্স মুভি নির্মাণ প্রতিষ্ঠানকে সরাসরি মুম্বাই প্রোডাকশ হাউজের সাথে তুলনা করেছেন। আর সিনেমার গল্পের ব্যাপারে বলতে গিয়ে বলেন, ‘এটা আসলে কোনো নায়ক-নায়িকা নির্ভর গল্প নয়। এ ধরনের গল্প এখনও আমাদের দেশের পর্দায় উঠে আসেনি।’
২ বছর আগে
করোনায় সাহায্য: তাহসানের নিলাম থেকে এল সাড়ে ৭ লাখ টাকা
দেশের হার্টথ্রব গায়ক, সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান সোমবার রাতে কোভিড-১৯ ক্ষতিগ্রস্তদের জন্য নিজের কিছু স্মারক নিলামে তুলে সাড়ে সাত লাখ টাকা সংগ্রহ করেছেন।
৪ বছর আগে
সেই সৃজিতকেই বিয়ে করছেন মিথিলা!
কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা বিয়ে করছেন বলে এর আগেও খবর প্রকাশ হয়েছে। তবে দুজনই সেই খবর নাকচ করে দিয়েছেন।
৪ বছর আগে