হলগুলো খুলে দেয়ার কারণে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে শিগগিরই দেশটি সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে ওঠে আসবে বলে মনে করা হচ্ছে।
তবে, সাম্প্রতিক দিনগুলোতে ভারতে করোনা শনাক্তের সংখ্যা কমেছে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে ভারতে মার্চ মাসের মাঝামাঝিতে প্রায় ১০ হাজার সিনেমা হল বন্ধ করে দেয়া হয়েছিল।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে করোনা রোগীর সংখ্যা ৭২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ১০ হাজার ৫৮৬ জন। সুস্থ হয়েছেন ৬৩ লাখ ১ হাজারেরও বেশি মানুষ।
সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ সিনেমা হলগুলোর আসন অর্ধেক ফাঁকা রাখা, অনলাইনে টিকেট ক্রয়, মাস্ক পরা ও তাপমাত্রা পরীক্ষা বাধ্যতামূলক করেছে।
ভারতের কয়েকটি রাজ্য সিনেমা হল খোলার বিষয়ে এখনও সতর্ক রয়েছে। বলিউডের আবাসস্থল মুম্বাই কর্তৃপক্ষ আপাতত সিনেমা হল না খোলার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু ও ছত্তিশগড়ে খুলেনি সিনেমা হল।