সম্প্রতি ‘হাওয়া’ দিয়ে বেশ আলোচনায় এসেছেন অভিনেত্রী নাফিজা তুষি। সিনেমায় ‘গুলতি’ চরিত্রে অভিনয় দিয়ে যখন প্রশংসায় ভাসছেন তখনই একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে নিয়ে চলছে বিতর্ক। যেখানে দেখা যাচ্ছে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় ‘হাওয়া’র পোস্টারের সঙ্গে থাকা অন্য দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’র পোস্টার সরাতে বলছেন তিনি।
তবে ঘটনাটি কোন উদ্দেশ্য কেন্দ্র করে হয়নি। এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন নাফিজা তুষি।
তিনি বলেন, ‘এই ঘটনা নিয়ে যে এমন বিতর্ক তৈরি হবে সেটি ভাবতেই পারিনি। সবাই পেছনের ঘটনা না জেনে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কিন্তু ঘটনা খুব স্বাভাবিক ছিল।’
তুষি আরও বলেন, ‘শ্যামলী সিনেমা হলে গিয়েছিলাম প্রচারণায়। সেখানে সাংবাদিকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি যখন সাক্ষাৎকার দিতে চাই তখন চেয়েছিল পেছনে হাওয়া সিনেমার পোস্টার থাক। সবাই হয়তো এমনটাই চাইবেন। কিন্তু বাকি দুটি পোস্টার সরাচ্ছিলেন হলের লোকজন। যেহেতু সবাই অনেক্ষণ অপেক্ষা করছেন তাই আমি বলেছি যেন একটু দ্রুত সরায়। এটুকুই কিন্তু। এতেই বিতর্কের সৃষ্টি।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে উত্তর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।