ঈদে যে কজন টিভি তারকা দর্শকদের আগ্রহের শীর্ষে থাকেন, মোশাররফ করিম তাদের মধ্যে অন্যতম। পর্দায় নিজেকে বহুরূপে উপস্থাপন করেছেন এই অভিনেতা। ঈদুল ফিতর উপলক্ষে একাধিক নাটকে দেখা যাবে তাকে। যার একটি ‘ভিতরের মানুষ’। এটি আরটিভিতে প্রচার হবে ঈদের চতুর্থ দিন (৬ মে) রাত ৮টায়।
‘ভিতরের মানুষ’ রচনা ও পরিচালনা সামির উদ্দিন। নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন তাসানিয়া ফারিণ।
নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি মানুষের দুটি চরিত্র বিদ্যমান, একটি অন্তর্গত অন্যটি বহির্গত আমরা সাধারণত মানুষের বাহ্যিক দিকটাই দেখি কিন্তু ভিতরে বিষয়টি দেখিনা। আমরা মুখে বলি একটা কিন্তু মনে মনে ভাবি অন্যটা। প্রতিটি মানুষের ভিতরে আরেকটি মানুষ লুকিয়ে থাকে যেটা আমরা দেখিনা বা শুনিনা। এমনই একটি বিষয় নাটকটির গল্পে উঠে এসেছে। ঈদের ছুটিতে আশা করি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’
আরও পড়ুন: ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস'
‘ভিতরের মানুষ’-এ জিসান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। দেখা যাবে, তিনি গ্রামের সহজ সরল মানুষ ঢাকায় চাকরি করে। অফিসের কাজে কোন এক প্রোজেক্ট ভিজিট করতে গিয়ে নির্জন এলাকা বিলের ধারে খোলা হওয়ায় বসে একা একা গুন গুন করে গান গাইতে থাকে এমন সময় এক ব্যক্তি আসে। তার সঙ্গে কথা হয়।
সেই অপরিচিত ব্যক্তির কথায় জিসান হতাবাক হয়, ব্যক্তিটি যাওয়ার সময় জিসানকে একটি হাতের আংটি দিয়ে যায়। যার শক্তিতে জিসান মানুষের ভেতরের কথা জানতে পারেন। এই আংটির রহস্যকে ঘিরেই ‘ভিতরের মানুষ’-এর কাহিনী এগিয়ে যায়।
আরও পড়ুন: প্লেব্যাকে প্রথমবার একসঙ্গে পার্থ, বাপ্পা ও পান্থ কানাই