রাজধানী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরে যাওয়া কাপর কেনার জন্য আহ্বান জানায় দাতব্য সংস্থা বিদ্যানন্দ। তাদের সেই আহ্বানে সাড়া দেন গায়ক ও অভিনেতা তাহসান খান।
বুধবার (৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিদ্যানন্দ।
আরও পড়ুন: নিপুণকে চিঠির জবাব দিলেন জায়েদ খান
পোস্টে লেখা হয়, জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া একটি লুঙ্গির একটা কিনেছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।
অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।
নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে।
আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।
তাহসান ছাড়াও শোবিজের অনেক তারকা নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন।
শুধু তাই নয় সাধারণ মানুষরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
এদিকে, বঙ্গবাজারের এই অগ্নিকাণ্ডে ছয়টি মার্কেটের পাঁচ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’