ক্যারিয়ারের সতেরো বছর টিভি নাটকে সময় দিয়েছেন নির্মাতা সাগর জাহান। যেখানে তার কাজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন বহুবার। এই ঈদে প্রচার তার একটি সাত পর্বের ধারাবাহিক ও দুটি একক নাটক।
সাত পর্বের ধারাবাহিক ‘উড়াল দেব আকাশে’। এতে অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষী আলম, তানজিক প্রমুখ।
বাংলাভিশনের পর্দায় ঈদের আগের দিন থেকে সাতদিন পর্যন্ত রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে। একক নাটক দুটি হলো ‘হাঙর’ ও ‘ভাই ভাই’। বাংলা টিভির ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ‘হাঙর’। এতে অভিনয় করেছেন- ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা ও পাভেল।
এছাড়া বাংলাভিশনের পর্দায় ঈদের চতুর্থ দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘ভাই ভাই’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, ফারিয়া শাহরিন, ইশতিয়াক আহমেদ রুমেল ও অনেকে।
আরও পড়ুন: তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
সময়ের সঙ্গে কাজের সংখ্যা অনেকটা কমিয়েছেন সাগর জাহান। ইন্ডাস্ট্রির পাল্টে যাওয়াটা অনেক ইতিবাচকের পাশাপাশি অনেক নেতিবাচক বিষয় এর কারণ বলে জানান নির্মাতা।
তিনি ইউএনবিকে বলেন, ‘বাজেট নিয়ে একটা সমস্যা সবসময় ছিল, এখনও আছে। এছাড়া এখন শিল্পীদের নিয়ে যে কাড়াকাড়ি সেটা ভালো লাগে না। শিল্পীদের শিডিউল হাতে থাকাই যেন নির্মাতাদের যোগ্যতা! এমনটাই দাঁড়িয়েছে।’
নাটকের নির্মাতাদের অনেকেই এখন ব্যস্ত ওয়েবের কাজ নিয়ে।
এ প্রসঙ্গে সাগর জাহান বলেন, ‘আমি সবসময় চেয়েছিলাম নাটকটা আঁকড়ে ধরে থাকতে। এখনও চাই। এতে হয়তো কাজের পরিমাণটা কমছে। তবে ওয়েবে কাজ শুরু করতে হচ্ছে। ঈদের পরে হয়তো এ নিয়ে পরিকল্পনা করব।’
আরও পড়ুন: এবার ঈদে আফরান নিশোর যে নাটকগুলো আসছে