কান
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
মামার বাসায় বেড়াতে এসে কানে এয়ারফোন লাগিয়ে গান শুনার সময় ট্রেনের ধাক্কায় সীতাকুণ্ডে মো. রবিউল হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার রাতে উপজেলার ফৌজদারহাট রেল স্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত রবিউল হাসান বরিশাল জেলার হিজলা উপজেলার কাউলিয়া বাজার গ্রামের মাহবুবুর আলমের পুত্র।
আরও পড়ুন: যশোরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
জানা যায়, নিহত রবিউল মামার বাসায় বেড়াতে এসে রাতে কানে এয়ারফোন লাগিয়ে গান শুনে রেললাইনে হাটার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, কানে এয়ারফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: যশোরে ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু
নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
১ বছর আগে
ঢাবির বাংলা বিভাগের পরীক্ষায় কান-মুখ খোলা রাখতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে সব ধরনের পরীক্ষার সময় ছাত্রীদের পরিচয় শনাক্তে কানসহ মুখ দৃশ্যমান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আপিল বিভাগেও খারিজ
আদালত বলেছেন, বাংলা বিভাগের পরীক্ষা চলাকালে ছাত্রীদের যতটুকু প্রয়োজন ততটুকু মুখমণ্ডল খোলা রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষে করা আপিল আবেদনের বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২৯ মে) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান ননীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সোমবার (২৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল মো. সাইফুল আলম।
আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে বিচার চলবে: আপিল বিভাগ
অন্যদিকে, ঢাবি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন এবং তাকে সহযোগিতা করেন রিটকারী আইনজীবী ফয়েজ উল্লাহ ফয়েজ ও মাহমুদুল হাসান।
গত বছরের ১১ ডিসেম্বর বাংলা বিভাগের চেয়ারম্যানের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলা বিভাগের একাডেমিক কমিটি সর্বসম্মতভাবে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল/ প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখমণ্ডল পরীক্ষা চলাকালীন দৃশ্যমান রাখতে হবে’।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত প্রতিটি ক্লাসে শিক্ষকগণ ইতোমধ্যে শিক্ষার্থীদের অবহিত করেছেন।
কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো শিক্ষার্থী এই সিদ্ধান্ত পালনে শৈথিল্য দেখাচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়: ‘১৮ সেপ্টেম্বর গৃহীত সিদ্ধান্ত যথাযথভাবে যারা পালন করবে না তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে’।
এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানকে বিবাদী করে গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়।
আরও পড়ুন: ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ
১ বছর আগে
স্বর্ণ পাম জিতে নিলো জুলিয়ার ‘টিটান’
ফ্রান্সের নারী নির্মাতা জুলিয়া ডুকর্নোর ‘টিটান’ ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার স্বর্ণ পাম বা পাম ডি’অর জিতে নিয়েছে। এটি যৌনতা ও সহিংসতায় পূর্ণ ‘অদ্ভুতুড়ে’ এক ছায়াছবি।
শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে জুরি প্রধান স্পাইক লি মুখ ফসকে বলে ফেলেন কে পেতে যাচ্ছেন এবারের পাম ডি’অর। কারণ নিয়ম অনুযায়ী সেরা ছবির পুরস্কার ঘোষণা করা হয় সবার শেষে।
পড়ুন: কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’
তবে আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণা আসে তখন জুলিয়া ডুকর্নো আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আজকের সন্ধ্যাটা নিখুঁত কারণ এটাতে খুঁত ছিল।’
জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।
কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে ইতিহাসে জায়গা করে নিলেন জুলিয়া। এর আগে ১৯৯৩ সালে প্রথম নারী নির্মাতা হিসেবে স্বর্ণ পাম জিতে নেন নিউজজিল্যান্ডের নির্মাতা জেন ক্যাম্পিয়ন।
পড়ুন: স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
সাদমুআ: বাংলাদেশের প্রথম পুরুষ বিউটি ব্লগার
৩ বছর আগে
কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’
এখন সারা বিশ্বের বিনোদন জগতের নজর রয়েছে পৃথিবীর অন্যতম প্রচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব কানের দিকে। আজ বাংলাদেশের মানুষের এই উৎসবের দিকে নজর একটু বেশিই ছিল। কানের ৭৪ তম আসরে সম্মানজনক জায়গা পাওয়া বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ বিশ্ব দরবারে বাংলাদেশকে আবার পরিচিত করলো। তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘রেহানা মরিয়ম নূর’ কানে প্রশংসতি হয়েছে। বুধবার প্রদর্শিত হওয়ার পর চলচ্চিত্রটি ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।
কান পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি থিয়েটারে বুধবার বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনের পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ অর্থাৎ দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাততালি দেন।
আরও পড়ুন: স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
এ সময় চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, সিনেমাটোগ্রাফার তুহিন তামিজুল, প্রযোজনা ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শায়েব তালুকদার, কালারিস্ট চিন্ময় রায় এবং নির্বাহী প্রযোজক এহসানুল বাবু উপস্থিত ছিলেন।
এটি দ্বিতীয় বাংলাদেশি চলচ্চিত্র যা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শনীর প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হয়েছে। ‘রেহানা মরিয়ম নূর’ সারা বিশ্বে চলচ্চিত্রপ্রেমী এবং সমালোচকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলচ্চিত্রটির প্রদর্শনী দেখার জন্য উৎসব অনুষ্ঠানের বাইরে বিপুল সংখ্যক দর্শককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন: রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
উৎসবে চলচ্চিত্রটি আরও দুই বার প্রদর্শিত হবে। আগামীকাল বৃহস্পতিবার, ৮ জুলাই বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টা এবং দুপুর ২ টায় প্রদর্শিত হবে।
প্রায় দু’বছর পর মঙ্গলবার পর্দা উঠল বিশ্বের অন্যতম এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের ৭৪ তম আসরের। এবারের উৎসবের পর্দা উঠেছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেট’ সিনেমার প্রিমিয়ারের-শো এর মাধ্যমে।
আরও পড়ুন: বলিউড জুটি আমির-কিরণের বিচ্ছেদ
প্রথমবারের মতো এই আসরের মূল আয়োজনে অংশ নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এটি কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে।
৩ বছর আগে
স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
প্রায় দু’বছর পর পর্দা উঠল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪ তম আসরের। এবারের উৎসবের পর্দা উঠেছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেট’ সিনেমার প্রিমিয়ারের-শো এর মাধ্যমে।
আরও পড়ুনঃ চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
মঙ্গলবার লাল গালিচায় যাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিচারকেরা।
এবারের আয়োজনে মোট ২৪ জন বিচারকের নেতৃত্ব দেওয়ায় জন্য মার্কিন পরিচালক স্পাইক লি একদিন আগেই উৎসবস্থলে পৌঁছান।
আরও পড়ুনঃ রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
স্পাইক লি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে কানের আসরে বিচারকদের নেতৃত্ব দিচ্ছেন। কান কর্তৃপক্ষ এবার বিশ্বের বর্ণ-বৈষম্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যোগ্যতার প্রাধান্য এবং মূল্যায়ন করার নজির তৈরি করলো।
'ডু দ্যা রাইট থিংকস' সিনেমার চরিত্রের উদ্ধৃতি দিয়ে গুণী এই পরিচালক বলেন, কৃষ্ণাঙ্গ জনগণ পশুর মতো আচরণের শিকার হওয়া বন্ধ করবে।
আরও পড়ুনঃ বলিউড জুটি আমির কিরণের বিচ্ছেদ
উল্লেখ্য, প্রথমবারের মতো এই আসরের মূল আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশের আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি। কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে এই সিনেমাটি।
৩ বছর আগে
রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে কান-এর ৭৪তম আসরে সম্মানজনক জায়গা পেলো রেহানা মরিয়ম নূর। আগামী ৬ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসব। আর তাই মহাসমারোহে গত ৩ জুন এক যোগে অফিসিয়াল ওয়েবসাইট সহ কানের সবগুলো সামাজিক মাধ্যম থেকে ঘোষণা করা হয় নির্বাচিত চলচ্চিত্রগুলোর নাম।
কানের আন সার্তেইন রিগার্দ বিভাগের ১৮টি ছবির তালিকায় সহমহিমায় উঠে এসেছে বাংলাদেশের রেহানা মরিয়ম নূর-এর নাম। বাংলাদেশের সিনেমা শিল্পে এ এক বিশাল অর্জন। চলুন, নতুন এই চলচ্চিত্রটি ও এর অর্জনের ব্যাপারে বিস্তারিত জেনে নেই।
রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রের পটভূমি
একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষিকা ৩৭ বছর বয়সী রেহানা মরিয়ম নূর আর দশজনের মতোই তার কর্ম ও সংসার জীবনকে শত ঝামেলার মাঝেও চালিয়ে নিয়ে যাচ্ছেন। তার জীবনটা হঠাৎ বদলে যেতে শুরু করে যখন একদিন সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় তিনি কলেজের এক ছাত্রীকে জড়িয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখে ফেলেন। এরপর থেকে তিনি এক ছাত্রীর পক্ষ নিয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাড়িয়ে সেই ঘটনার প্রতিবাদ করেন। এদিকে স্কুলে তার ৬ বছরের মেয়ে অপ্রীতিকর আচরণের সম্মুখীন হয়। এমন প্রতিকূল অবস্থায় রেহানা চিরাচরিত নিয়মের বেড়াজাল কাটিয়ে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে থাকেন।
চিত্রনাট্য ও পরিচালনায় আবদুল্লাহ মোহাম্মাদ সাদ
চিত্রনাট্য লেখা এবং সিনেমায় রূপ দান দুটোই করেছেন তরুণ সিনেমা নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়াকালীন টিভি নাটকের চিত্রনাট্য লেখা শুরু করেন। পাশাপাশি বেশ কয়েকটি শর্টফিল্মও নির্মাণ করেন।
নির্মাতা ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সাদ। পূর্বে ২০০৯ সালে ওয়াহিদ তারেক পরিচালনা করেছেন সাদের লেখা ‘অগাস্টে লেখা গল্পসমগ্র’, ‘লিটল অ্যাঞ্জেল আই অ্যাম ডায়িং’ এবং ‘একটি যথাযথ মৃত্যু’সহ বেশ কিছু টিভি নাটক।
তার প্রথম ফিচার ফিল্ম ‘লাইভ ফ্রম ঢাকা’ (২০১৬) ২৭ তম সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক এবং সেরা পারফরম্যান্সের (মোস্তফা মনোয়ার) জন্য সিলভার স্ক্রিন পুরষ্কার লাভ করে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামে (আইএফএফআর) এটি প্রথম চলচ্চিত্র হিসেবে সম্পূর্ণরূপে ফিচার করা হলে বাংলাদেশের চলচ্চিত্র পাড়ায় বেশ সাড়া পড়ে যায়। এছাড়া ২০১৭ সালে ছবিটি ফাইভ ফ্লেভার এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনয়ন পায়। সাদাকালো পর্দার এই ছবিতে একাধিক ভিগনেটের মাধ্যমে ঢাকা শহর ছেড়ে যাবার চেষ্টায় এক প্রতিবন্ধী ব্যক্তির যন্ত্রণার চিত্র তুলে ধরা হয়।
আরও পড়ুন: বিল গেটসের সাবেক প্রেমিকা ও বিলিয়ন ডলার মূল্যের প্রেমকাহিনী
চলচ্চিত্রের মানুষ হওয়া সত্ত্বেও সাদ লো-প্রোফাইল থাকতেই বেশী পছন্দ করেন। তাই ‘লাইভ ফ্রম ঢাকা’ মুক্তির বছর ২০১৯ সালে ‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণে হাত দিয়েছিলেন অনেকটা গোপনেই। দেড় বছরের মধ্যে শেষ করেছেন ছবির শুটিং-এর কাজ। এমনকি ছবির নাম, প্লট, নায়ক-নায়িকা নিয়েও মিডিয়ার সামনে তেমন কিছুই প্রকাশ করেন নি।
অবশেষে ‘রেহানা মরিয়ম নূর’ তৈরি হয় পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে। ছবিটির প্রযোজনায় আছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া ও সহ-প্রযোজনায় সেন্সমেকার্স প্রডাকশনের পাশাপাশি আছেন রাজীব মহাজন, আদনান হাবিব ও সাঈদুল হক খন্দকার। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এহসানুল হক বাবু। এছাড়া চিত্রগ্রহণে তুহিন তমিজুল, পোশাক পরিকল্পনায় নাবিলা হক, শিল্প নির্দেশনায় মাসুম মেহেদি এবং সাউন্ড ডিজাইনার হিসেবে কাজ করেছেন শৈব তালুকদার। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির আন্তর্জাতিক পরিবেশনার জন্য পরিচালক-প্রযোজকের সঙ্গে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠান ফিল্মস বুটিক।
রেহানা মরিয়ম নূর নাম ভূমিকায় বাঁধন
রেহানা মরিয়ম নূর ছবির প্রধান চরিত্রে কাজ করেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৬ এর রানার আপ আজমেরি হক বাঁধন। ছোট পর্দায় বেশী নিয়মিত এই অভিনেত্রী ইমপ্রেস টেলিফিল্মের ‘নিঝুম অরণ্যে’ (২০১০) নামক একটি মাত্র সিনেমায় কাজ করেছেন। মাঝে মিডিয়া থেকে প্রায় দেড় বছরের একটা বিরতি নিয়ে এই সিনেমায় কাজ শুরু করেন বাঁধন। অতঃপর এ সিনেমায় কাজ করাটা তার ক্যারিয়ারের সব থেকে ভালো সিদ্ধান্ত ছিলো বলে তিনি মনে করেন। সহকর্মী থেকে শুরু করে সাংবাদিক সব মহল থেকেই বাঁধনসহ সব কলাকুশলীরা অভিনন্দিত হয়ে আসছেন তাদের এই অসামান্য অর্জনের জন্য।
আরও পড়ুন: ২০২১ সালের অন্যরকম ৭টি বাংলা থ্রিলার সিনেমা
১ ঘণ্টা ৪৭ মিনিটের এই সিনেমাটিতে বাঁধন ছাড়াও আরও যারা যারা কাজ করেছেন তারা হলেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াসির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।
কানের আন সার্তেইন রিগার্দ
কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনের চারটি বিভাগের মধ্যে প্রতিযোগিতা বিভাগের পরের বিভাগটিই ‘আন সার্তেইন রিগাদ’। প্রতিযোগিতা বিভাগের পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন দেশের সংস্কৃতি নিয়ে মৌলিক ও ভিন্নধর্মী চলচ্চিত্রগুলোর মুলত এ বিভাগে স্থান পেয়ে থাকে। বিশ্বজুড়ে প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের লাইমলাইটে নিয়ে আসার লক্ষ্যে ১৯৭৮ সালে বিভাগটি চালু করা হয়। আন সার্তেইন রিগাদ ফরাসী শব্দ যার অর্থ হলো ‘অন্য দৃষ্টিকোণ থেকে’। সুতরাং চলচ্চিত্র বিচারের ক্ষেত্রে এখানে চিরাচরিত নিয়মের বাইরের কাজগুলোকে বেশী মূল্যায়ন করা হয়ে থাকে।
প্রতি বছর দক্ষিণ ফ্রান্সের সাগর তীরবর্তী শহর কান-এর পালে দ্যা ফেস্টিভাল ভবনে উৎসব অনুষ্ঠিত হয়। সাধারণত এই ভবনটির স্যালে ডিবাসি প্রেক্ষাগৃহে আন সার্তেইন রিগার্দ বিভাগের ছবিগুলোর প্রদর্শনী হয়ে থাকে।
এ বছর বাংলাদেশ সহ মোট ১৫টি দেশের ১৮টি ছবি নির্বাচিত হয়েছে বিভাগটিতে। গত ৩ জুন প্যারিসের ইউজিসি নর্ম্যান্ডি হলে অন্যান্য সিনেমাগুলোর সাথে ঘোষণা করা হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’-এর নাম। সেখান থেকেই সরাসরি অনলাইন মাধ্যমগুলোতে সম্প্রচার করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন কান উৎসবের জেনারেল প্রতিনিধি থিয়েরি ফ্রেমো এবং সভাপতি পিয়েরে লেস্কিউর। উৎসবের শেষ দিন ১৭ জুলাই বিচারকদের সভাপতি স্পাইক লি স্বর্ণ পাম বিজয়ী চলচ্চিত্রের নাম ঘোষণা করবেন।
বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে একটি বড় পদক্ষেপ
এর আগে প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসবে নাম লেখায় প্রয়াত নির্মাতা তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছবিটি। ২০০২ সালে ৫৫তম কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত হয়েছিলো এটি। এছাড়া সেরা চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক (ফিপ্রেস্কি) পুরষ্কার অর্জন করে।
আর এবারে আন সার্তেইন রিগার্দ বিভাগের অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এই অর্জন এখন সিনেমাটির পোস্টারেও সংযুক্ত হবে এবং সর্বসাকুল্যে প্রতিটি প্রদর্শনীতে বাংলাদেশের মান বহন করবে। সর্বপরি এটাই প্রমাণিত হবে যে, বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ এখন বাংলাদেশেও সম্ভব।
আরও পড়ুন: সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আবারও আলোচনায় ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি
পূর্বে যদিও বেশ কিছু বাংলা সিনেমা ও নির্দেশক কানসহ আরো মর্যাদাপূর্ণ জায়গায় বাংলা চলচ্চিত্রকে সগর্বে তুলে ধরেছে। কিন্তু বাংলাদেশ জন্ম নেয়ার পর বাংলাদেশি নির্মাতাদের তৈরি বাংলা সিনেমার নাম করা হলে নিঃসন্দেহে উঠে আসবে তারেক মাসুদের ‘মাটির ময়না’ এবং আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।
সাদের সিনেমা কানের অফিসিয়াল সিলেকশনে থাকার খবর পেয়ে বাংলাদেশের মিডিয়া জগতের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানান।
শেষ কথা
আবদুল্লাহ মোহাম্মাদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ বাংলাদেশে সমসাময়িক একটি অবস্থাকে কেন্দ্র করে আবর্তিত একটি সিনেমা। সমস্যার জটিলতার পাশাপাশি এর নিরূপণেরও একটি যথোপযুক্ত বার্তা দেয়ার এক সুনিপূণ প্রয়াস। কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ অবস্থান চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে এধরনের রূপরেখা নিয়ে আরো কাজ করার উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। অতঃপর এই বিশাল অর্জন বিশ্বমানের সিনেমা নির্মাণের তাগিদে বাংলাদেশের তারুণ্য নির্ভর পরিশ্রমী দলের প্রয়োজনীয়তা জানান দিয়ে যাচ্ছে। অর্থাৎ তরুণ নির্মাতাদের আরো বেশী এগিয়ে আসতে হবে চলচ্চিত্র নির্মাণে। তবেই তথাকথিত মুলধারার সিনেমার সীমানা পেরুনো সম্ভব।
৩ বছর আগে
কানের সমস্যা: অবহেলায় নিজের ক্ষতি করছেন নাতো?
অনেক সময়ই কানের সমস্যায় আমরা তেমন গুরুত্ব দেই না। কিন্তু এর পরিণতি হতে পারে বিপজ্জনক, প্রভাব পড়তে পারে মস্তিষ্কেও।
৪ বছর আগে