বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের পাঁচজন এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার বিহারের রাজধানী পাটনার জামুই জেলায় এক আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এসময় গাড়িতে সুশান্তের পরিবারের ৯জন সদস্য ছিলেন।
নিহতরা হলেন, সুশান্তের ভগ্নীপতি লালজিৎ সিং; তার দুই ছেলে- রাম চন্দ্র সিং ও অমিত শেখর, মেয়ে বেবি কুমারী এবং ভাইঝি অনিতা দেবী। এছাড়াও গাড়ির চালক প্রীতম কুমারও নিহত হয়েছেন।
দুর্ঘটনার ব্যাপারে পুলিশ অফিসার অবধেশ কুমার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক লক্ষীরাইয়ের হালসি এলাকায় তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এসময় ছয়জন অর্থাৎ, সুশান্তের পাঁচ আত্মীয় এবং গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: জিৎ-এর প্রযোজনায় প্রসেনজিৎ-মিথিলা জুটির প্রথম ছবি 'আয় খুকু আয়'
পুলিশ অফিসার জানান, এই দুর্ঘটনায় গুরুতর আহত বাকি চারজনকে স্থানীয় লক্ষীসরাই এবং জামুইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা সন্দেহ করছি যে সুশান্তের পরিবারের সদস্যদের চালক হয়ত গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিল।
এছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য ঘাতক ট্রাকটির চালকের বিরুদ্ধে থানায় একটি এফআইআর করা হয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।
প্রসঙ্গত,গত বছরের ১৪ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। পরবর্তীতে ময়নাতদন্তে ৩৪ বছর বয়সী এই অভিনেতার আত্মহত্যার কথা জানানো হয়।
আরও পড়ুন: সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় নায়িকা দীঘি