হানসাল মেহতার বহুল আলোচিত বলিউড চলচ্চিত্র ‘ফারাজ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে চার দিন আগে।
২০১৬ সালের ১ জুলাই ফারাজ আইয়াজ হোসেন, তারিশি জৈন ও ইশরাত আখন্দের পাশাপাশি হোলি আর্টিজানে জঙ্গিদের হাতে নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ বলেছেন, তিনিও চলচ্চিত্রটির মুক্তির বিপক্ষে এবং বাংলাদেশে এর প্রদর্শন বন্ধ করার চেষ্টা করবেন।
ফারাজ, চলচ্চিত্রটি ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি। এর মুক্তি স্থগিত করতে ইতোমধ্যে তারিশি জৈনের মায়ের পক্ষে ফারাজের মা আইনি লড়াই করছেন।
বৃহস্পতিবার অবিন্তা কবির ফাউন্ডেশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপনীয়তা লঙ্ঘন করে যথাযথ সম্মতি ছাড়াই চলচ্চিত্রটির নির্মাতারা এটি নির্মাণ করেছেন।
আরও পড়ুন: ২০২৩ এর মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গাব্রিয়েল
এক সংবাদ সম্মেলনটিতে রুবা আহমেদ বলেন, ‘সেই ভয়াবহ ঘটনায় আমার একমাত্র কন্যা অবিন্তা কবিরকে হারানোর বেদনার সঙ্গে গত ছয় বছর ধরে মোকাবিলা করছি। ২০১৯ সালে যখন আমরা প্রথম জানতে পারি যে বলিউড চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এই ঘটনার ওপর একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন, তখন আমরা তাকে একটি চিঠি পাঠিয়েছিলাম। যার উত্তরে তিনি বলেছিলেন যে তিনি আমার সিদ্ধান্তকে সম্মান করেন এবং চলচ্চিত্রটি নির্মাণ করবেন না।’
নির্মাতারা যে নির্মাণ কাজ বন্ধ করেননি, ‘ফারাজ’-এর পোস্টার দেখে তা বুঝতে পেরে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন।
এরপর তিনি হানসাল মেহতার সঙ্গে যোগাযোগ করেন এবং প্রোজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করেন।
তিনি জানান, ‘আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এবং এখন এটি বলিউডে নির্মিত হচ্ছে। এর অধিকার তিনি কীভাবে পেয়েছেন। এর উত্তরে তিনি বলেন যে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি সহিংসতার বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করতে চান। আমার প্রশ্ন হল,২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, কেন তারা ঘটে যাওয়া ওই ঘটনার ভিত্তিতে চলচ্চিত্র তৈরি করছেন না?’
চলচ্চিত্রটি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে রুবা আহমেদ বলেন, ‘সেই ঘটনায় আমরা ২২ জনকে হারিয়েছি যার মধ্যে অবিন্তা কবির, তারিশি জৈন ও ফারাজ হোসেনের নাম রয়েছে। তবে, নাম থেকে বোঝা যাচ্ছে যে নিঃসন্দেহে চলচ্চিত্রটিতে একটি চরিত্রের ওপর বেশি জোর দেয়া হয়েছে। চলচ্চিত্র নির্মাতারা ব্যক্তিগতভাবে ঘটনাটি পর্যবেক্ষণ না করেই তাদের একজনকে নায়ক হিসেবে কীভাবে চিত্রিত করতে পারে?’
তিনি আরও বলেন, ‘এই চলচ্চিত্রে তারা অবিন্তার নাম পরিবর্তন করে আয়েশা, তারিশির নাম তরী, এমনকি আমাকেও রাবেয়া নামের চরিত্রে উপস্থাপন করেছে। ট্রেলারে তারা একটি দাঙ্গার দৃশ্য দেখিয়েছে, যেখানে আমার মেয়ের ছবিও দৃশ্যমান ছিল। সম্মতি ছাড়া তারা কীভাবে আমাদের গোপনীয়তা লঙ্ঘন করার অধিকার পেলো?’
সংবাদ সম্মেলনে তাকে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত চলচ্চিত্র 'শনিবার বিকেল' সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়।
এটিও একই ঘটনায় নির্মিত এবং ২০১৯ সাল থেকে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সঙ্গে লড়াই করছে।
রুবা আহমেদ বলেন, ‘ফারুকী আমার লিগ্যাল নোটিশ পেয়ে আমার জবাব দেন। চলচ্চিত্রটি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকার এবং সেন্সর বোর্ডের ওপর নির্ভর করছে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই না কেউ রূপালি পর্দায় আমার মেয়ে শেষ মুহূর্তে যা সহ্য করেছে তা কল্পনা করুক। এই চলচ্চিত্রটি বাংলাদেশে আসা উচিত নয়। এই ধরনের ব্যক্তিগত ট্র্যাজেডি নেটফ্লিক্স বা অ্যামাজন অথবা অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখানো উচিত নয়।’
টি-সিরিজ ও বেনারস মিডিয়া ওয়ার্কস প্রযোজিত 'ফারাজ'-এ কিংবদন্তি ভারতীয় অভিনেতা শশী কাপুরের নাতি জাহান কাপুর শিরোনামের চরিত্রে বলিউডে অভিষেকসহ ছয়জন নবাগত অভিনেতাকে দেখা যাবে। গত বছরের ১৫ অক্টোবর বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়।
দিল্লি হাইকোর্ট সম্প্রতি অবিন্তা কবির ও তারিশি জৈনের মায়েদের দায়ের করা মামলায় মুক্তির জন্য স্থগিতাদেশ দিতে অস্বীকার করার পরে চলচ্চিত্রটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়।
রুবা আহমেদ বলেন, ‘চলচ্চিত্রটি যাতে বাংলাদেশে না আসে তা নিশ্চিত করতে আমি ভারতের সুপ্রিম কোর্টে যাবো।’
আরও পড়ুন: মিস ইউনিভার্স ২০২২ এর মুকুট বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েলের আদ্যোপান্ত
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি: শ্রীলেখা মিত্র