২০২৩ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন যুক্তরাষ্ট্রের টিএস। এই খেতাব জয়ী প্রথম ফিলিপিনো-আমেরিকান গাব্রিয়েল।
স্থানীয় সময় শনিবার রাতে অনুষ্ঠিত এই আয়োজনে ৮৩ জন প্রতিযোগীর মধ্যে সেরার মুকুট জিতে নেন মিস আমেরিকা গাব্রিয়েল।
একাধারে তিনি একজন ফ্যাশন ডিজাইনার, মডেল ও সেলাই প্রশিক্ষক।
বিজয়ীর নাম ঘোষণার নাটকীয় মুহুর্তে গ্যাব্রিয়েল তার চোখ বন্ধ করে রানার-আপ মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেলের হাত জড়িয়ে ধরেন।
আরও পড়ুন: মিস ইউনিভার্স ২০২১: কে এই হারনাজ সান্ধু
এরপর গাব্রিয়েলের মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ এর মিস ইউনিভার্স ভারতের হারনাজ সান্ধু।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মিস ভেনিজুয়েলা ও মিস ডোমিনিক রিপাবলিক।
প্রসঙ্গত, ২০২৩ এর এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারতের দিভিতা রাই। কিন্তু তিনি সেরা ১৬’র পর আর এগোতে পারেননি।
উল্লেখ্য, ভারতের দিভিতা রাই গত বছর মিস ডিভা ইউনিভার্স প্রতিযোগিতা জিতেছিলেন। এবং এরই সঙ্গে তিনি ২০২১ সালের সৌন্দর্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন।
ভারতীয়দের মধ্যে হারনাজ সান্ধুর আগে সুস্মিতা সেন ও লারা দত্ত মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন।
আরও পড়ুন: মিস ইউনিভার্স হলেন ভারতের হারনাজ সান্ধু