সিনেমা বা ওটিটির পর্দা, দুই অঙ্গনেই তরুপের তাস এখন চঞ্চল চৌধুরী। ‘আয়নাবাজি’র পর ‘হাওয়া’ নিয়ে বড়পর্দার মধ্যমণি এখন তিনি। এই সিনেমার আলোচনা যখন চলমান এরমধ্যে নতুন অবয়ব নিয়ে সামনে এলেন তিনি।
ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর পর্দায় ১৯ আগস্ট মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় এই সিরিজে রহস্যময় এক কয়েদীর চরিত্রে দেখা যাবে চঞ্চলকে।
‘কারাগার’ সিরিজে চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ পাওয়ার পর থেকেই আলোচনা শুরু। এরপরই প্রকাশ পেল ট্রেলার। ‘তাকদীর’ এর পর এই সিরিজ দিয়েও নতুন এক রহস্যের গল্প বলবেন পরিচালক। সেটি ট্রেলারে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।
ট্রেলারে দেখা যায়, আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল একজন অতিরিক্ত কয়েদী। তাকে পাওয়া গেল ৫০ বছর ধরে বন্ধ এক সেলে। কিন্তু সেখানে ব্যক্তিটি কীভাবে এলো!
আরও পড়ুন: ‘হাওয়া’য় মেতেছে দর্শক
পরবর্তীতে জানা যায় ২৫০ বছর ধরে জেলখানায় বন্দি তিনি। খুন করেছেন মীরজাফরকে। বর্তমান নিয়ে সবজান্তা এই কয়েদীর তথ্যে বিস্মিত হন সকলে।
‘কারাগার’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রতিটা কাজের ভিন্নতা থাকে। তবে চ্যালেঞ্জের জায়গা থেকে কারাগার আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিরিজ। এখানে চরিত্রটি আমাকে ভীষণ টেনেছে। ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত করার চেষ্টা ছিল। মূল কথা, আমি চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম; সব কিছু ঠিকঠাক রাখার জন্য বেশ পরিশ্রম হয়েছে। এখন দর্শকরা কীভাবে নেবেন সেটি মুক্তির পর বোঝা যাবে।’
অন্যদিকে পরিচালক শাওকী বলেন, ‘কারাগার নিয়ে প্রায় প্রায় দেড় বছর আগে কাজ শুরু করি। এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় স্ক্রিপ্টের কাজ এটা। এতে রহস্য আছে, ইতিহাস ও নাটকীয়তা আছে। সিরিজটির সঙ্গে থাকা সবাইকে অনেক ধন্যবাদ। সবার পরিশ্রমে কাজটি সুন্দরভাবে হয়েছে।’
‘কারাগার’-এ আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, জয়ন্ত চট্টোপাধ্যায়, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।
আরও পড়ুন: ‘হাওয়া’ এপিঠ ওপিঠে এরফান মৃধা শিবলু