বেশীর ভাগ বাঁধের মাটি ভরাট কাজ শেষ হলেও কোথাও কোথাও ড্রেসিং এবং ঘাস লাগানো বাকি রয়ে গেছে। বাঁধের কাজ ৩/৪ দিনের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আগামী এক সপ্তাহের মধ্যে বাঁধের কাজ শেষ করা না গেলে এখানকার কৃষকরা আগাম বৃষ্টিতে কঠিন
পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি, হতাশ কৃষকেরা
সরকারের নির্ধারিত সময়ের মধ্যে পিআইসিগুলো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ করতে না পারায়
গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় ও ছাতক উপজেলা কমিটির নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে এবার প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে মেরামত কাজ শুরু হয়। মোট ১৮টি পিআইসি’র মধ্যে ১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির আওতায় জাউয়া বাজারের চাউলীর হাওর, ডেকার হাওর, মাছুখাল, তারাপুর খাল, কুড়িবিল, লক্ষণসোম কান্দি, মোঘলগাঁও, বাগারাই, দেবেরেগাঁও। চরমহল্লা ইউনিয়নের ৩টি পিআইসি’র মধ্যে চানপুর ও কামরাঙ্গি। নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওর ও মির্জাখালের বাঁধ মেরামতের কাজ রয়েছে।
সরেজমিনে চরমহল্লা ইউনিয়নের ১৬নং পিআইসির ডেকার হাওর এলাকা ঘুরে দেখা গেছে, ভাঙ্গা বন্ধকরণ ও মেরামত কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। চাঁনপুরের বাঁধ সংযোগের কাজ এখনও অর্ধেক বাকি রয়ে গেছে। সেখানে ৪/৫জন লোক মাটি ভরাট করছেন। এসময় দু’জন লোককে ঘাস লাগাতে দেখা গেছে।
আরও পড়ুন: মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধে ফের ধস
১৩ লাখ ৭৫ হাজার টাকার এ কাজেও অনিয়ম করা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানিয়েছেন।
এই পিআইসির সভাপতি শাহাব উদ্দিন বলেন, বাঁধের কাজ প্রায় শেষ। এখন ঘাস লাগানো হচ্ছে। তবে কাজের মেয়াদ সম্পর্কে তার কিছুই জানা নেই বলে জানান।
১৮নং পিআইসির সদস্য সচিব মো. আবুল কাশেম কবীর বলেন, এখানে ডেকার হাওরের ডুবন্ত বাঁধ মেরামতে ১৪ লাখ ২২ হাজার টাকার বাঁধ নির্মাণের কাজ চলছে। মোট কাজের ৩ ভাগের দু’ভাগ কাজ শেষ হয়েছে। এখন ড্রেসিং চলছে, পরে গাছ লাগানো হবে। কাজ শেষ করতে আরও সপ্তাহ ১০ দিন লাগতে পারে।
২নং পিআইসির নাইন্দার হাওরে মির্জাখালে ১১ লাখ ১৩ হাজার টাকার কাজ চলছে। এ পিআইসির সভাপতি আফরোজ আলী বলেন, এখানে মাটি ভরাট কাজ শেষ। ঘাস লাগাতে আরও ৩/৪দিন লাগতে পারে।
৫নং পিআইসির চাউলীর হাওরে ডুবন্ত বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামতের জন্য প্রায় সাড়ে ২৪ লাখ টাকার কাজ চলছে। এখানেও মাটি ভরাট কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পিআইসির সভাপতি নুরুজ্জামান। ৩/৪ দিনের মধ্যে ড্রেসিং শেষ হবে, তবে ঘাস লাগাতে আরও কয়দিন লাগবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
আরও পড়ুন: বেড়িবাঁধে ফাটল: খুলনায় ১০ হাজার বিঘা জমির ফসল নষ্টের আশঙ্কা
পাউবোর কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপ-সহকারী প্রকৌশলী খালিদ হাসান বলেন, শুক্রবার নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা স্যারকে নিয়ে চাউলীর হাওর ও ডেকার হাওরের বেশ কয়েকটি বাঁধের কাজ পরির্দশন করা হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে সকল পিআইসির কাজ শেষ হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইসি বাস্তবায়ন কমিটির সভাপতি মামুনুর রহমান বলেন, উপজেলার হাওর রক্ষা বাঁধগুলোর মেরামত প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাঁধ নির্মাণ কাজের নিয়মিত মনিটরিং এর পাশাপাশি দ্রুত কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।