জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যশোরের সবজি বাজারে। খুচরা বাজারে প্রতি কেজি সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। দাম বেড়েছে পাইকারি বাজারেও। এতে ক্রেতা-বিক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।
দেশের চাহিদার বেশিরভাগ সবজির জোগান দেয়া হয় যশোর থেকে। শহরে পশ্চিম-উত্তর প্রান্তে সাতমাইলে বাজারে রয়েছে পাইকারি সবজির হাট। দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এখান থেকে সবজি কিনে বিক্রি করেন ঢাকাসহ বিভিন্ন জেলায়। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে সবজির হাটে।
হাটের দিন রবিবার সাতমাইল-বারীনগরে দেখা মেলেনি আগের সেই জৌলুস। পাইকার ও চাষিদের পদচারণায় সেখানটি মুখরিত হলেও এদিনের চিত্র ছিল ভিন্ন।
ব্যাপারিরা বলছেন, তেলের দাম বৃদ্ধিতে ট্রাক ভাড়া বৃদ্ধির কারণে প্রায় সব সবজিতে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা দাম বেড়েছে। এখন সবজি কিনলে বেশি দামে বিক্রি করতে পারবেন কিনা লোকসানে পড়ার আশংকা থেকে তারা বাজার পর্যবেক্ষণ করছেন।
স্থানীয় ব্যাপারি বাবু বলেন, তরকারি বাজারের যে পরিস্থিতি তাতে করে আমাদের ব্যবসা করার কোন পরিস্থিতি নেই। জ্বালানি তেলের দাম বাড়ায় সবজি ঢাকায় নিতে পরিবহন খরচ আগের চেয়ে বেড়েছে ৫ থেকে ৭ হাজার টাকা। সেই হিসেবে প্রতি কেজিতে ভাড়া বেড়েছে প্রায় ৫ টাকা। সব মিলিয়ে কতটুকু লাভ করতে পারবো সেই সংশয়ে অনেক ব্যাপারি গতকাল হাটে আসেনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মাটি ছাড়াই বৈজ্ঞানিক পদ্ধতিতে শাক-সবজি চাষ