শনিবার টুইট বার্তায় নিজেকে নির্দোষ দাবি এবং এ অভিশংসনকে পক্ষপাতমূলক ‘প্রতারণা’ উল্লেখ করে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সমালোচনা করেন ট্রাম্প। ২০১৯ সালের সেপ্টেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ার তদন্ত শুরু করেছিলেন পেলোসি।
ট্রাম্প বলেন, ‘নতুন জরিপে দেখা গেছে যে পুরোপুরি পক্ষপাত ও প্রতারণামূলক এ অভিশংসন অর্থহীন। বেশিরভাগ মানুষই চায় ডেমোক্র্যাটরা এ বিষয়ে কিছু না করে এখন অন্যান্য বিষয় নিয়ে এগিয়ে যাক।’
বিচার শুরুর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ট্রাম্পের অভিশংসনের দলিলাদি সিনেটে জমা দেয়া হবে বলে শুক্রবার নিজের পরিকল্পনার কথা জানান পেলোসি। এর একদিন পরই তার তীব্র সমালোচনা করে টুইট করেন ট্রাম্প।
এক চিঠিতে পেলোসি ডেমোক্র্যাট নেতাদের বলেন, ‘অভিশংসন নিয়ে কীভাবে আমরা আরো সামনে এগিয়ে যাব সে বিষয়ে আগামী মঙ্গলবার প্রতিনিধি পরিষদের সভায় আমি আপনাদের সাথে আলোচনা করব।’
এর আগে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগে গত ১৮ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পক্ষে প্রতিনিধি পরিষদ রায় দিলেও, তা প্রত্যাখান করে হোয়াইট হাউস।