ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সোলাইমানি হত্যাকাণ্ডের পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার দেশটির রাজধানী তেহরানের পাশে অন্তত ১৭০ জন যাত্রী বহনকারী ইউক্রেনের একটি বিমান বিধস্ত হয়েছে।
তেহরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের প্রতিবেদনে বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই মঙ্গলবার মধ্যরাতে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফরজেদ্দাহ বলেন, রাজধানীর তেহরানের দক্ষিণ-পশ্চিমাংশের ওই দুর্ঘটনাস্থলে তদন্ত দল কাজ করছে।
খোমেনি আন্তর্জাতিক ব্মিানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পরান্দ ও শাহরিয়ার এলাকার মাঝে বিমানটি বিধ্বস্ত হয় জানিয়ে জাফরজেদ্দাহ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই জাতীয় বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনটির প্রতিবেদনে বলা হয়, ১৮০ জন যাত্রী ও ক্র নিয়ে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে।