লেবাননের রাজধানী বৈরুতসহ হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলে ইসরায়েলের হামলার এবার পাল্টা জবাব দিয়েছে সশস্ত্র বাহিনীটি। ইসরায়েলকে লক্ষ্য করে ১১৫টি রকেট নিক্ষেপ করেছে তারা।
স্থানীয় সময় রোববার ভোরে ছোড়া রকেটগুলোর মধ্যে কিছু উত্তরাঞ্চলীয় শহর হাইফার নিকটবর্তী এলাকা পর্যন্ত পৌঁছেছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় জিজরিল উপত্যকায় অবস্থিত একটি সামরিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার পর ওই অঞ্চল এবং অধিকৃত গোলান মালভূমি ও আপার গালিলির বিভিন্ন এলাকায় বিপদসূচক সাইরেন বেজে ওঠে।
আরও পড়ুন: বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১
হামলায় হাইফার কাছে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়িতে আগুন ধরে যায়। ইসরায়েলি মাগেন দাভিদ আদম ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রকেটের ছররাপের আঘাতে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭৬ বছর বয়সী এক ব্যক্তি মাঝারি ধরনের জখম হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বেসামরিক এলাকায় রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে ওইসব এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কা অবস্থায় রয়েছে।
রকেট হামলার পর রোববার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে এবং তা আরও তীব্রতর হবে বলে অঙ্গীকার করেছে তারা।
নিরাপত্তা শঙ্কায় স্থানীয় স্কুল বন্ধ এবং হাইফার উত্তরের সমস্ত অঞ্চলে জমায়েত ও চলাচল সীমাবদ্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।
আরও পড়ুন: ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা নিহত
হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে, তারা রাফায়েল নামের একটি অস্ত্র কোম্পানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মঙ্গল ও বুধবার ‘নৃশংস হত্যাযজ্ঞের প্রাথমিক জবাব’ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
ওই দুদিন লেবাননে হাজার হাজার পেজার ও বেতার যন্ত্র বিস্ফোরিত হয়, যাতে বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৩৭ জন নিহত এবং হাজার হাজার লোক আহত হয়। এরপর শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়।
ওইসব ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করা হয়।
আরও পড়ুন: লেবাননে পেজার বিস্ফোরণ ইসরায়েলের যুদ্ধ ঘোষণা শামিল: হিজবুল্লাহ প্রধান
এদিকে, হিজবুল্লাহ ছাড়াও রবিবার ভোরের আলো ফোটার আগেই ইরাকের দিক থেকে একাধিক ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে সেগুলোকে প্রতিহত করা হয়েছে।