পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের মধ্যেই নতুন একটি বিমান বিধ্বংসী মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই মিসাইলটি দেড় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, মিসাইলটি তৈরিতে সময় লেগেছে প্রায় দুই বছর।
শনিবার ও রবিবার পরীক্ষা চালানো এই মিসাইলটিকে নিজেদের ‘গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র’ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া।
এর আগে নিজেদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে আরও জোরদার করার ঘোষণা দিয়েছিলেন দেশটির নেতা কিম জং উন।
মিসাইল পরীক্ষার ঘোষণার পর উদ্বিগ্ন প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া জানিয়েছে, নিজেদের ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
করোনাভাইরাস মহামারি ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি নাজুক অবস্থার মধ্যে রয়েছে। এরপরেও এ বছরের জানুয়ারিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে পরমাণু কর্মসূচি বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন কিম।
তিনি বলেছেন, ‘আমাদের প্রতিরক্ষা বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মধ্যম-মাত্রার বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করছে।‘
তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মিসাইল পরীক্ষার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আলোচনায় বসার পরোক্ষ বার্তা দিচ্ছে উত্তর কোরিয়া।
এর আগে দেশের নাজুক অর্থনীতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছিলেন কিম। জো বাইডেন ক্ষমতায় আসার পর এই আলোচনা অনেকটাই থমকে গেছে।