করোনা সংকট নিয়ে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে গুতারেস জানান, উদ্বেগ বাড়ছে যে বর্তমানে চলাফেরার ওপর যে বিধিনিষেধ রয়েছে তার প্রভাব তাৎক্ষণিক সংকটকে ছাড়িয়ে যেতে পারে, খবর সিনহুয়া।
তিনি বৈজ্ঞানিক তথ্যপ্রমাণের ভিত্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের অভিন্ন শর্তের বিষয়ে দেশগুলোকে একমত হওয়ার তাগিদ দেন। সেই সাথে তিনি নিরাপদ ভ্রমণে সহায়তাকারী ব্যবস্থা ও চর্চায় বিনিয়োগের কথা বলেন।
জাতিসংঘ মহাসচিব ভাইরাস ছড়িয়ে পড়া রোধ ব্যবস্থায় উন্নত সমন্বয়, বিশেষ করে পরীক্ষণ, শনাক্তকরণ ও অন্যান্য প্রমাণিত ব্যবস্থার আরও শৃঙ্খলাবদ্ধ ব্যবহারের আহ্বান জানান।
তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও শরণার্থী আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর গুরুত্ব তুলে ধরেন এবং করোনার ভবিষ্যত টিকা যাতে সবখানে পাওয়া যায় সে জন্য একে বৈশ্বিক গণসম্পত্তি হিসেবে বিবেচনার জন্য দেশগুলোকে একমত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশগুলো যখন যায় ভিন্ন দিকে এখন ভাইরাস ছড়ায় সবদিকে।