করোনাভাইরাস প্রতিরোধে কমপক্ষে ৩০ দিনের জন্য ইউরোপে প্রবেশকারী বেশিরভাগ বিদেশিদের ওপর অবিলম্বে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মঙ্গলবার একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
এছাড়া জরুরি প্রয়োজনে অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও পণ্য সরবরাহ সহজ করতে আলাদা লেন তৈরির সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।
ইউরোপজুড়ে ৬০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং ২ হাজার ৭০০ বেশি মানুষের মৃত্যুর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সীমান্ত বন্ধ ও সামান্য স্বাস্থ্য পরামর্শ দিয়ে কোয়ারেন্টাইনের মতো দ্রুত পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: দেশে করোনায় প্রথম মৃত্যু, নতুন আক্রান্ত ৪
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল সাংবাদিকদের বলেন, ‘চলমান এ সংকট এবং তা মোকাবিলার জন্য একত্রিত হয়ে কাজ করার পাশাপাশি আমরা প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি।’
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ ‘যত দ্রুত সম্ভব’ পর্যটন এবং অপ্রয়োজনীয় ব্যবসার ক্ষেত্রে সীমান্ত নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।