এরই প্রেক্ষিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লড়াই করছে সেসময়ই এসব কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
আরও পড়ুন: করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ৮২ হাজার, মৃত্যু ২,৮০০
চীনের বাইরেও বিভ্ন্নি দেশে নতুন এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ইরান ও ইতালি ভাইরাস সংক্রমণের বড় কেন্দ্রস্থল হয়ে উঠেছে এবং সেখান থেকে ভ্রমণকারীদের মাধ্যমে আরও ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।
ড. টেড্রস বলেন, ‘করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, এটি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়’।
বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশের ৮০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এতে প্রায় ২ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই চীনের হুবেই প্রদেশের বাসিন্দা।