করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি রাজ্যের ৭ কোটিরও বেশি মানুষকে লকডাউন করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য ক্যালিফোর্নিয়া জরুরি লকডাউনের ঘোষণা দেয়ার পর, নিউইয়র্ক এবং ইলিনয় কর্তৃপক্ষও চলতি সপ্তাহে একই পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে।
এ রাজ্য তিনটিতে ৭ কোটিরও বেশি মানুষের বসবাস।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো চাপের মুখে পড়লেও, দেশটির কর্মকর্তারা চীন বা ইউরোপে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পুনরাবৃত্তি চাইছেন না।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, এ পর্যন্ত বিশ্বব্যাপী ২ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সুস্থ্য হয়ে উঠেছেন প্রায় ৯০ হাজার মানুষ।