উহানের একটি ওয়াটার পার্কে অনুষ্ঠিত এক মিউজিক ফেস্টিভ্যালে কাঁধে কাঁধ লাগানো ভিড়ে মাস্কবিহীন কয়েক হাজার মানুষের ভাসমান রাবারে জলকেলি ও উল্লাস করার ছবি প্রকাশ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
বুধবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে ‘উহানের পার্টিতে বিস্মিত বিশ্ব’ শিরোনামে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে বলা হয়, ‘কোভিড-১৯ এর আঘাতে মারাত্নক পরিণতি ভোগ করা পৃথিবীর প্রথম শহর উহানে গতকাল এক দুর্দান্ত পার্টি উদযাপিত হয়েছে। অবশেষে সবাই মাস্ক খুলে নিজেদের মতনকরে উপভোগ করতে পারলো।’
সেখানে আরও বলা হয়, ‘প্রাদুর্ভাবের এই সাবেক কেন্দ্রস্থল স্বাভাবিক নিয়মে ফিরে গেছে এবং একটি নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে।’
এমন আনন্দঘন উদযাপনের জন্য উহানবাসীকে অভিনন্দন জানিয়ে আরও বলা হয়, ‘উহানবাসী বন্ধুগণ, এ বিস্ময়কর সাফল্যের জন্য আপনাদেরকে অভিনন্দন! সফলতা অর্জনের এ ভাল কাজ অব্যাহত রাখুন!’
প্রসঙ্গত, জানুয়ারিতে বিশ্বের প্রথম কোভিড-১৯ রোগী পাওয়া উহান শহরটির কয়েক মাস আগের চিত্রও এর একেবারেই বিপরীত ছিল। সে সময় গণমাধ্যমে আসা বিভিন্ন ছবিতে উহানকে জনমানব ও যানবাহনহীন ভুতুড়ে রূপে দেখা গেছে।