উত্তর কোরিয়ায় মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। করোনা প্রাদুর্ভাবের স্বীকৃতি দেয়ার দুইদিন পর শনিবার এমন তথ্য জানালো উত্তর কোরিয়া।
এপ্রিলের শেষ থেকে জ্বরের দ্রুত বিস্তারের মধ্যে দেশটিতে করোনা উপসর্গ নিয়ে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ২৪ হাজার ৪৪০ জন।
উত্তর কোরিয়া জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে দুই লাখ ৪৩ হাজার ৬৩০ জন সুস্থ হয়েছেন এবং দুই লাখ ৮০ হাজার ৮১০ জন কোয়ারেন্টাইনে আছেন। তবে এর মধ্যে কয়টি কেস করোনা হিসেবে চিহ্নিত হয়েছে তা নিশ্চিত করেনি।
আরও পড়ুন: নিহত সাংবাদিকের অন্ত্যেষ্টিক্রিয়ায় ইসরায়েলি পুলিশের হামলার অভিযোগ
করোনা সংক্রমণের দুই বছরেরও বেশি সময় ধরে সংক্রমণ চিহ্নিত না হওয়ার সন্দেহজনক রেকর্ড ভেঙ্গে গেলো বৃহস্পতিবার দেশটি করোনা প্রাদুর্ভাবের স্বীকৃতি দেয়।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার যত তাড়াতাড়ি সম্ভব মহামারি স্থিতিশীল করার জন্য সরকার ও জনগণের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তিনি কিছু ব্যক্তিগত ওষুধ সরবরাহ করছেন।
আরও পড়ুন: করোনা প্রাদুর্ভাবের স্বীকৃতি দেয়ার পর উ. কোরিয়ায় ৬ জনের মৃত্যু