ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ হাজার ৮০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এ সময়ে ১ হাজার ৫৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ তথ্যসহ প্রতিবেশী দেশটিতে এ পর্যন্ত ৪৯ লাখ ৩০ হাজার ২৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হলো। আর করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৮৭৬ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে বর্তমানে ৯ লাখ ৯০ হাজার ৬১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৯২ জন।
এদিকে, দৈনিক নতুন করোনা-আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় বেশ কমেছে। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকে ছাড়ালেও মোট সুস্থতার সংখ্যায় ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত।