পুলিশের এক বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালনকালে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মকর্তা ব্রায়ান ডি. সিকনিক বৃহস্পতিবার মারা গেছেন।
এর আগে, বুধবার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসের অধিবেশন চলাকালে ক্যাপিটল ভবনে ঢুকে হামলা চালায়।
আরও পড়ুন: বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিল মার্কিন কংগ্রেস
বাইডেনের অ্যারিজোনা জয় নিয়ে আপত্তি প্রত্যাখ্যান করেছে হাউজ
নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস ট্রাম্পের
ট্রাম্প সমর্থকদের এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বুধবার দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক ‘আমেরিকা বাঁচাও’ নামে এক গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসেন। প্রেসিডেন্ট ট্রাম্প এ জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য দেন।
এপির প্রতিবেদনে বলা হয়, সিকনিক ইউএস ক্যাপিটলে সহিংসতা মোকাবিলার কাজে নিয়োজিত ছিলেন। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন। বিভাগীয় অফিসে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা, নিহত ৪
সমর্থকদের ‘প্রশংসা’ করে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প
মেট্রোপলিটন পুলিশ বিভাগের হত্যা সংক্রান্ত শাখা, ইউএস ক্যাপিটল পুলিশ ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা তার মৃত্যুর তদন্ত করবে।
ব্রায়ান ডি. সিকনিক ২০০৮ সালে ক্যাপিটল পুলিশে যোগ দিয়েছিলেন।